1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুবাই উৎসবে ‘মুর’ পেলেন সৌদি পরিচালিকা

১৭ ডিসেম্বর ২০১২

সৌদি আরবে নারীদের গাড়ি চালানো নিষেধ৷ আর সেই দেশেরই এক নারী পরিচালক জিতে নিলেন দুবাই চলচ্চিত্র উৎসবের সেরা ছবির পুরস্কার, ‘মুর’ পুরস্কার৷ ‘ওয়াজদা’ ছবির পরিচালক হাইফা আল-মানসুর সৌদি ইতিহাসে নিজের নাম লেখালেন এভাবেই৷

https://p.dw.com/p/173gu
ছবি: Getty Images

ছবির দশ বছর বয়সি কিশোরী অভিনেত্রী ওয়াদ মোহাম্মেদও জিতেছেন দুবাই চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেত্রীর পুরস্কারটি৷ সৌদি আরবের মতো ‘আল্ট্রা কনজারভেটিভ' দেশে এই কিশোরী যে সাহসের পরিচয় দিয়েছেন তার উপযুক্ত পুরস্কারও তিনি পেলেন দুবাইতে৷ ‘ওয়াজদা' ছবিতে তাঁর চরিত্র ছিল তাঁরই সমবয়সি এক কিশোরীর, যে কিনা একটি সাইকেল কেনার জন্য আবদার করে৷ আর সেই সাইকেল কেনার জন্যই কিশোরী ওয়াজদাকে রীতিমত সংগ্রাম করতে হয় সৌদি রক্ষণশীল সমাজের সঙ্গে৷

ছবিটির শ্যুটিং করতে গিয়েও একই ধরণের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন পরিচালিকা হাইফা আল-মানসুর৷ পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ করছেন, এ দৃশ্য সৌদি সমাজে গ্রহণযোগ্য নয়৷ তাই অনেক সময় গাড়ির ভেতরে বসে ‘ওয়াকি টকি'-র সাহায্যে শ্যুটিং পরিচালনা করতে হয় তাঁকে৷ তারপরও মাঝে মধ্যে স্থানীয় লোকজন এসে বাধা দিয়েছে শ্যুটিং-এর কাজে৷

Saudi-Arabien / Frauen / Autofahren
নারীদের গাড়ি চালানোও নিষেধ সৌদি আরবে...ছবি: AP

এত বাঁধা অতিক্রম করে আসার পর, দুবাই উৎসবে এসে নিজের কাজের স্বীকৃতি পেলেন সৌদি আরবের প্রথম নারী সিনেমা পরিচালক হাইফা৷ সেরা পরিচালক আর সেরা ছবির স্বীকৃতি পাওয়ার পর চোখের জল আটকে রাখতে পারেন নি তিনি৷ বললেন, ‘‘এই পুরস্কার আমার কাছে অনেক কিছু৷''

১৯৭৪ সালে জন্ম নেওয়া হাইফা পড়াশোনা করেছেন কায়রোর অ্যামেরিকান ইউনিভার্সিটিতে৷ এরপর সিডনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন চলচ্চিত্র নিয়ে৷ বলা বাহুল্য, সৌদি নারীদের জন্য নতুন এক দ্বার উন্মোচন করে দিয়েছেন এই সাহসী পরিচালক৷

আরআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য