1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরমুলা ওয়ান

২৩ নভেম্বর ২০১২

সপ্তাহান্তে ফরমুলা ওয়ানের ব্রাজিলীয় আসরে বিশ্বসেরা জার্মান তারকা ফেটেলের রেকর্ড গড়ার সম্ভাবনা নিয়ে চলছে জোর আলোচনা৷ এদিকে, একই আসর থেকে সাবেক বিশ্বসেরা জার্মান তারকা শুমাখারের বিদায়ের সুর মথিত করছে ভক্তদের হৃদয়৷

https://p.dw.com/p/16ob8
ছবি: picture-alliance/Heinrich Franzen

ব্রাজিলীয় আসরে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারলে গাড়ি দৌড়ের ইতিহাসের শ্রেষ্ঠ বীরদের ঘরে নিজের নাম লেখাতে সক্ষম হবেন ২৫ বছর বয়সি বিশ্বসেরা জার্মান চালক সেবাস্টিয়ান ফেটেল৷ তাই ক্রীড়া বিশ্লেষক এবং ভক্তদের শ্যেন দৃষ্টি এখন রেকর্ডধারী জার্মান তরুণ ফেটেলের দিকেই নিবদ্ধ৷ কারণ ব্রাজিল আসরের সেরা পদকটি জয় করলে ফেটেল হবেন তাঁর পূর্বসূরি রেকর্ডধারীদের মধ্যে সবচেয়ে অল্পবয়সি তারকা৷

এছাড়া টানা তিন দফায় সেরা পদকজয়ী তৃতীয় চালক৷ এতোদিন পর্যন্ত গাড়ি দৌড় তথা ফরমুলা ওয়ান প্রতিযোগিতায় টানা তিনবার সেরা হওয়ার গৌরব অর্জনকারী ছিলেন অস্ট্রিয়ান চালক নিকি লাউডা এবং ব্রাজিলীয় চালক আয়ার্টন সেনা৷

Sebastian Vettel Hockenheimring
শুমাখারকে নিজের বাল্যজীবনের প্রিয় নায়ক ও উৎসাহের প্রতীক হিসেবে উল্লেখ করলেন ফেটেলছবি: Getty Images

এদিকে, সবার দৃষ্টি যখন তরুণ বীর ফেটেলের দিকে, তখন ফেটেল নিজেই দৃষ্টি ফেরালেন সাবেক বিশ্বসেরা জার্মান চালক মিশায়েল শুমাখারের দিকে৷ শুমাখারকে নিজের বাল্যজীবনের প্রিয় নায়ক এবং উৎসাহের প্রতীক হিসেবে উল্লেখ করলেন ফেটেল৷ ফরমুলা ওয়ান আসরে সাতবারের সেরা ৪৩ বছর বয়সি শুমাখারের পাশে বসে সাংবাদিকদের সামনে ফেটেল বলেন, ‘‘আমিসহ অনেক শিশুর কাছে তিনি ছিলেন উৎসাহ ও অনুপ্রেরণার উৎস৷ তিনিই ছিলেন আমাদের প্রকৃত নায়ক৷''

ফরমুলা ওয়ান জগতের বর্তমান নায়ক রেড বুলের চালক ফেটেল শুমাখারের সাথে তাঁর প্রথম সাক্ষাতের মুহূর্তের কথা স্মরণ করে বলেন, ‘‘আমি সেদিন ভেবে পাইনি যে কী বলা উচিত৷ কারণ বোকা বোকা ধরণের কোন প্রশ্ন আমি তাঁর সামনে করতে চাইনি৷''

যাহোক, বেনেটন এবং ফেরারি নিয়ে ৯১টি দৌড়ে পদক বিজয়ী শুমাখারকে তাঁর দ্বিতীয়বারের মতো অবসরে যাওয়ার ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে, এজন্য তিনি দুঃখিত কি না৷ তবে তিনি স্পষ্টভাবেই জানান, ‘‘দুঃখের কোন কারণ নেই৷ কারণ আমি চেষ্টা করেছি সফলভাবে পেশাগত জীবনের ইতি ঘটাতে৷ তবে এবার সেই প্রচেষ্টা ঠিকমতো কাজ না করলেও আমি এই জীবনের পাতা উল্টিয়ে আবারও ভিন্ন এক জীবনে প্রবেশ করতে চাই এবং আমি তাতে খুশি৷'' উল্লেখ্য, ২০০৬ সালের শেষদিকে শুমাখার প্রথমবারের মতো অবসরে যান৷ কিন্তু ২০১০ সালে তিনি আবারও মার্সিডিজের হয়ে গাড়ি দৌড়ে ফিরে এসেছিলেন৷ তবে এবার তাঁর শিরে বিজয়ের নতুন পালক যোগ করতে সক্ষম হননি শুমাখার৷

এএইচ / এসবি (ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য