দুইদিন বিরতির পর রোববার থেকে বিএনপির ৪র্থ দফা অবরোধ
৯ নভেম্বর ২০২৩স্থানীয় সময় বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলটির ফেসবুক পাতায় প্রকাশিত ভিডিও বার্তায় নতুন অবরোধের ডাক দেন৷ ‘গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা, নিহতদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারাদেশে গ্রেপ্তারকৃত হাজারো নেতাকর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে' আগামী ১২ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তিনি৷
এর আগে বুধ ও বৃহস্পতিবার (৮ ও ৯ নভেম্বর) তৃতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে দলটি৷
দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়নের সমালোচনা করে রিজভী বলেন, ‘‘আন্দোলন যখন একটি পরিণতির দিকে যাচ্ছে, তখন গণতন্ত্রকামী মানুষের মধ্যে ভয় পাইয়ে দেয়ার জন্য গুম-খুনের বিষয়টি আবার সামনে আনা হয়েছে৷''
আওয়ামী লীগ সরকারের অধীনে দেড় দশকে বাংলাদেশ ‘একটি মৃত্যু উপত্যকায়' পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি৷ ‘‘গণতন্ত্রহীন, মানবাধিকারহীন, মানবিক মর্যাদাহীন, এক জংলী, নিষ্ঠুর স্বৈরশাসকের যাঁতাকলে নিষ্পেষিত বাংলাদেশের মানুষ,'' বলেন তিনি৷
অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করে একটি অন্তরবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান এই বিএনপি নেতা৷
এসএইচ/এফএস