1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Bangladesh's Hasina urges rival to accept poll defeat

সাগর সরওয়ার, ঢাকা থেকে/আরাফাতুল ইসলাম, বন৩১ ডিসেম্বর ২০০৮

নির্বাচনে বিপুল জয়ের পর শেখ হাসিনা বললেন, এই বিজয় দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের বিজয়, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বিজয়, অসাম্প্রদায়িক গণতন্ত্রের বিজয়৷ একইসঙ্গে মিডিয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে অভিনন্দনও জানিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/GPiG
বুধবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

মহাজোটকে নির্বাচিত করায় জনগণকে বিশেষ করে মা-বোনদের অভিনন্দন জানান শেখ হাসিনা৷ তিনি বলেন, বাংলাদেশের জনগণ- দিন বদলের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, নৌকার পক্ষে যে রায় দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ৷ এই বিজয় শুধু আওয়ামী লীগ বা মহাজোটের নয়৷ এই বিজয় সমগ্র জাতির, এই বিজয় গণতন্ত্রের৷ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সীমিত আয়ের মানুষ যারা ভোট দিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি৷

Sheikh Hasina
দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনে হাজির হন বিজয়ী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

যারা আওয়ামী লীগ বা মহাজোটে ভোট দেননি, তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনা৷ তবে সেটা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অংশ নেয়ার জন্য৷ শেখ হাসিনা বলেন, আমাদের সরকার হবে সকলের সরকার৷ তাই সকলের সহযোগিতা চাই৷

নতুন ভোটারদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, নতুন প্রজন্ম দেশকে নতুন রাজনৈতিক চেতনায় এগিয়ে নিয়ে যাবে৷ আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে দেশকে গড়ে তুলবে৷

সকল রাজনৈতিক দলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আসুন সকল ভেদাভেদ ভুলে দেশের মানুষের জন্যে একসঙ্গে কাজ করি৷ বিরোধী দলকে আমরা সংখ্যা দিয়ে বিচার করব না৷ সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল রাষ্ট্র পরিচালনার অংশীদার৷

সংসদে ডেপুটি স্পীকার ও সংখ্যানুপাতিকহারে সংসদের বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদও বিরোধী দলকে দেয়া হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা৷
এর আগে মঙ্গলবার মধ্যরাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করেন৷ খালেদা জিয়া দাবি করেন, ভোট মহাজালিয়াতির এমন দৃষ্টান্ত অতীতে নেই৷ এই প্রহসনের নির্বাচন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়৷ তবে শেখ হাসিনা এই মন্তব্যকে তেমন একটা আমলে নেননি৷ বরং জানিয়েছেন, সাধারণত হারলে লোকজন এধরনের কথা বলে৷

অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বর্তমান সরকারকে ধন্যবাদও জানিয়েছেন শেখ হাসিনা৷

শেখ হাসিনা দাবি করেন, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার ছিল দুর্নীতিমুক্ত৷ এবারও একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা মানুষকে উপহার দেবেন বলে জানিয়েছেন তিনি৷

বুধবার দুপুর ১২টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে উপস্থিত হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা৷ এসময় শেখ হাসিনার সঙ্গে তাঁর পরিবার বর্গের সদস্যরাও উপস্থিত ছিলেন৷ সেখানে মহাজোটের নেতাকর্মীরা শেখ হাসিনাকে অভিনন্দন জানান৷ সংবাদ সম্মেলনে মহাজোটের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত থাকলেও জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদকে দেখা যায়নি৷

প্রসঙ্গত, ২৯ ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ ব্যবধানে বিজয়ী হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট৷ বেসরকারী ফলাফলে ২৯৯ টি আসনের মধ্যে মহাজোট জিতেছে ২৬২ টি আসনে৷ চারদলীয় জোট পয়েছে ৩২ টি আসন এবং অন্যান্য দল ৫টি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান