1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দীপাবলির আলোয় আলোকিত হলো লাইচেস্টারের আকাশ

২৬ অক্টোবর ২০১০

ব্রিটেনের লাইচেস্টার শহরের আকাশ রবিবার সন্ধ্যায় আলোকিত হয়ে উঠেছিল দীপাবলির আলোয়৷ বলিউডের গান আর মজাদার খাবার সমোসার সঙ্গে বেশ জমেছিল আয়োজনটি৷

https://p.dw.com/p/PoDB
ভারতের অম্রিতসরে দেওয়ালি উৎসবছবি: AP

দেওয়ালি বা দীপাবলির আলোকসজ্জার আয়োজন তো বিভিন্ন স্থানেই হয়, কিন্তু লাইচেস্টার শহরের কথা বলছি কেন? প্রশ্নের উত্তরটি দিয়েছেন আয়োজকরা৷ সেখানকার সিটি কাউন্সিলর বিজয় প্যাটেল বলছেন, এটাই হচ্ছে ভারতের বাইরে সবচেয়ে বড় দীপাবলি উৎসব৷ শহরের হিন্দু ধর্মাবলম্বী মানুষ তো বটেই, অন্য ধর্মের মানুষও শরিক ছিলেন আলোর আনন্দ উৎসবে৷ এক কথায় সার্বজনীন উৎসব যাকে বলে৷

কেবল এই শহরের নয়, ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে সদলবলে এসেছিলেন অনেকে৷ ব্রিটেনের বাইরে থেকেও এখানে যোগ দেয়া মানুষের সংখ্যা একবারে কম নয়৷ আসলে উৎসবে শরিক হতে এবং নিজস্ব সংস্কৃতির অবগাহন করতে কে না চায়!

দীপাবলি উৎসবকে কেন্দ্র করে শহরের বেলগ্রেভ রোড সেজেছিল নানা রঙের বাতিতে৷ ছিল গহনা, পোশাক আর মিষ্টিসহ নানা কিছুর ছোট ছোট স্টল৷ এক কথায় একে মেলা বললে মোটেই ভুল বলা হবে না৷

তবে লাইচেস্টারে এবারই যে প্রথম দীপাবলির আয়োজন করা হলো, তা কিন্তু ঠিক নয়৷ ২৭ বছর ধরে এখানে পালিত হচ্ছে এই অনুষ্ঠান৷ তবে অন্য সকল সময়ের চেয়ে এবারের উৎসবের আকার ছিল বৃহৎ৷

দিনের আলো শেষে যখন সন্ধ্যা হচ্ছে, সেই রাতের আকাশে আতশবাজির কাজটি ছিল বেশ মনোমুগ্ধকর, সঙ্গে লেজার রশ্মির আলোকচ্ছটা দিয়েছে বাড়তি আনন্দ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন