দিল্লির বিধানসভা নির্বাচনে আপ, বিজেপি, কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছে
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। আপ, বিজেপি, কংগ্রেস দিল্লির মানুষের জন্য ঢালাও জনমোহিনী প্রতিশ্রুতি দিয়েছে। দিল্লিকে দূষণের হাত থেকে বাঁচাতে বড় কোনো পরিকল্পনার ঘোষণা নেই।
মেয়েদের মাসে দুই হাজার একশ টাকা দেবে আপ
অরবিন্দ কেজরিওয়ালের আপ প্রতিশ্রুতি দিয়েছে, দিল্লিতে তারা আবার ক্ষমতায় এলে ১৮ থেকে ৬০ বছর বয়সি মেয়েদের প্রতি মাসে দুই হাজার একশ টাকা করে দেবে। তবে যে নারীরা আয়কর দেন না, তাদেরই টাকা দেয়া হবে। আপ এর নাম দিয়েছে, মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা। তারা ভোট ঘোষণার আগে শিবির করে নারীদের নামও নথিভুক্ত করেছে।
পূজারি গ্রন্থি সম্মান যোজনা
আপ জানিয়েছে, তারা মন্দিরের পূজারি ও গুরুদ্বারের গ্রন্থিদের মাসে ১৮ হাজার টাকা করে দেবে। আপ নেতা অনুপ ঠাকুর ডিডাব্লিউকে জানিয়েছেন, ''মসজিদের ইমামরা আগে থেকেই প্রতি মাসে টাকা পান। তাই তাদের কথা আলাদা করে উল্লেখ করা হয়নি।'' দিল্লিতে ওয়াকফ বোর্ড ইমামদের টাকা দেয়। ওয়াকফ বোর্ড দিল্লি সরকারের অধীনে কাজ করে। তবে এর জন্য সরকারের অর্থ খরচ হয় না. ওয়াকফ বোর্ডের নিজের আয় থেকে টাকা দেয়।
অটোচালকদের জন্য
দিল্লির অটোচালকদের জন্য ১০ লাখ টাকার জীবনবিমা এবং পাঁচ লাখ টাকার দুর্ঘটনাবিমার প্রতিশ্রুতি দিয়েছে আপ। সেই সঙ্গে বলা হয়েছে, অটোচালকদের মেয়ের বিয়েতে এক লাখ টাকা দেয়া হবে। তাদের স্কুলে ইউনিফর্ম কেনার জন্য আড়াই হাজার টাকা দেয়া হবে। আপ-কে প্রথম থেকেই অটোচালকরা সমর্থন করেছে। প্রথম থেকেই ভোটের সময় অটোতে বিজ্ঞাপন দিয়ে প্রচার করে আপ। সিনিয়র সিটিজেনদের জন্য বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসার কথাও বলেছে আপ।
স্কুল পড়ুয়াদের জন্য
আপের প্রতিশ্রুতি, তারা ক্ষমতায় এলে স্কুলের ছাত্ররা সরকারি বাসে বিনা পয়সায় চড়তে পারবে। মেট্রোতে তারা অর্ধেক ভাড়ায় চড়তে পারবে। দিল্লিতে নারীরা এখন বিনা পয়সায় বাসে চড়ার সুয়োগ পান। সেটাও চালু থাকবে। এছাড়া আম্বেডকর সম্মান স্কলারশিপ যোজনাও চালু করার কথা বলেছে আপ। এর ফলে দিল্লির পড়ুয়ারা স্কলারশিপ ও বিদেশে পড়ার সুযোগ পেলে তাদের ফি, থাকা ও যাতায়াতের খরচ সব সরকার বহন করবে।
ভাড়াটেদের জন্য
আপ-এর প্রতিশ্রুতি, তারা ক্ষমতায় এলে দিল্লিতে বাড়ির ভাড়াটেরাও দুইশ ইউনিট বিদ্যুৎ ফ্রিতে পাবেন। তারপর ৫০ শতাংশ ভর্তুকিরও সুযোগ পাবেন। তাদের জলের জন্য মাসুলও দিতে হবে না।
বিজেপি নারীদের আড়াই হাজার টাকা দেবে
বিজেপি-র ইস্তাহারে বলা হয়েছে, তারা দিল্লিতে ক্ষমতায় এলে নারীদের আড়াই হাজার টাকা করে প্রতি মাসে দেবে। তাছাড়া গর্ভবতী নারীরা ২১ হাজার টাকা পাবেন। কম আয়ের নারীরা গ্যাস সিলিন্ডারে পাঁচশ টাকা ভর্তুকি পাবেন। মেয়েদের বিনা পয়সায় বাসে চড়ার সুবিধা চালু থাকবে।
সিনিয়র সিটিজেনদের জন্য
বিজেপি-র প্রতিশ্রুতি, সিনিয়র সিটিজেনদের জন্য ভাতা বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হবে। ৭০ বছরের বেশি বয়সিরা পাবেন তিন হাজার টাকা।
গরিবদের জন্য
বিজেপি-র প্রতিশ্রুতি, তারা ক্ষমতায় এলে গরিব এলাকায় গরিবদের জন্য অটল ক্যান্টিন চালু হবে, যেখানে পাঁচ টাকায় পুষ্টিকর খাবার পাবেন গরিবরা।
বিদ্যুতে ভর্তুকি থাকবে
বিজেপি জানিয়েছে, তারা ক্ষমতায় এলে দুইশ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনা পয়সায় দেয়ার যোজনা চালু থাকবে। তাছাড়া তারা আয়ুস্মান ভারত বিমা যোজনা দিল্লিতে চালু করবে। এছাড়াও দিল্লির মানুষদের জন্য একটি অতিরিক্ত বিমা চালু করা হবে।
কংগ্রেসের প্রতিশ্রুতি তিনশ ইউনিট বিদ্যুৎ
কংগ্রেসের প্রতিশ্রুতি, তারা ক্ষমতায় এলে দিল্লিবাসীকে তিনশ ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দেবে। এছাড়া তারা মেয়েদের জন্য পেয়ারি দিদি যোজনা আনবে, যেখানে নারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। গরিবরা তাদের রেশনের পাশাপাশি গ্যাস সিলিন্ডারেও পাঁচশ টাকা ভর্তুকি পাবেন।
বেকারদের ভাতা
কংগ্রেস জানিয়েছে, বেকাররা যাতে স্থানীয় শিল্পসংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ করতে পারে, তার জন্য এক বছর তাদের সাড়ে আট হাজার টাকা দেয়া হবে।
২৫ লাখ টাকার স্বাস্থ্যবিমা
কংগ্রেস বলেছে, ক্ষমতায় এলে তারা দিল্লির মানুষের জন্য তারা ২৫ লাখ টাকার স্বাস্থ্যবিমা করবে।