1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসী হামলা

১৪ ফেব্রুয়ারি ২০১২

সোমবার নতুনদিল্লির ভিআইপি এলাকায় ইসরায়েলি দূতাবাসের গাড়ি বিস্ফোরণে সামরিক অ্যাটাশের স্ত্রীসহ চারজন আহত হন৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা সন্ত্রাসী হামলা এবং মনে হচ্ছে ভালো প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির কাজ এটা৷

https://p.dw.com/p/1433W
Police and forensic officials examine a damaged Israeli embassy car after an explosion in New Delhi February 13, 2012. Bombers targeted staff at Israel's embassies in India and Georgia on Monday, the foreign ministry said, with a bomb going off in New Delhi but a second device in Tbilisi was defused. REUTERS/Parivartan Sharma (INDIA - Tags: POLITICS CIVIL UNREST TRANSPORT CRIME LAW)
দিল্লির ইসরায়েলি দূতাবাসের গাড়িতে সন্ত্রাসী হামলাছবি: Reuters

নতুনদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ইসরায়েলি দূতাবাসের গাড়িতে যে বিস্ফোরণ ঘটানো হয়, তাতে পুলিশের মতে ম্যাগনেটিক বোমা ব্যবহার করা হয়৷ এতে চারজন আহত হন, তারমধ্যে একজন দূতাবাসের মিলিটারি অ্যাটাশের স্ত্রী৷ বর্তমানে তিনি হাসপাতালে৷ তাঁর বিপদ এখনো পুরোপুরি কাটেনি৷

আজ নিরাপত্তা বিভাগের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদামবরম এই ঘটনার তীব্র নিন্দা কোরে বলেন, এটা সন্ত্রাসী হামলা এবংবিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির কাজ৷ প্রাথমিক তদন্তে মনে হচ্ছে দূতাবাসের মিলিটারি অ্যাটাশের স্ত্রীই হামলার লক্ষ্য ছিল৷ তবে এই মুহূর্তে কোন সন্ত্রাসী গোষ্ঠী বা সংগঠনের দিকে অভিযোগের আঙুল তুলছিনা৷

People pass by the Israeli embassy in Tbilisi, February 13, 2012. Bombers targeted staff at Israel's embassies in India and Georgia on Monday, the foreign ministry said, with a bomb going off in New Delhi but a second device in Tbilisi was defused. REUTERS/David Mdzinarishvili (GEORGIA - Tags: POLITICS CRIME LAW)
একই ধরণের হামলা হয়েছে জর্জিয়াতেওছবি: Reuters

ঘটনার বিবরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন যুবক মোটরসাইকেলে পেছন দিক থেকে এসে ট্রাফিক সিগনালে দাঁডানো দূতাবাসের গাড়ির পেছনের দরজায় কিছু একটা আটকে দিয়ে পালিয়ে যায়৷ পর মুহূর্তে সেটা বিস্ফোরিত হলে গাড়িতে আগুন ধরে যায়৷ সিসিটিভি ফুটেজ পরীক্ষায় অবশ্য চালক বা মোটরসাইকেলের নম্বর প্লেট পরিষ্কার বোঝা যায়নি৷ মোটরসাইকেল ও তার চালককে ধরার জন্য বিশেষ টিম নামানো হয়েছে৷

এই ঘটনাকে কেন্দ্র কোরে ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হয়েছে দোষারোপ ও পাল্টা দোষারোপ৷ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানইয়াহু এজন্য ইরানের সমর্খনপুষ্ট হেজবোল্লা জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন৷ অন্যদিকে ইরানের অভিযোগ, বন্ধুদেশ ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার উদ্দেশ্যে ইসরায়েল নিজেই এটা করিয়েছে৷ নতুনদিল্লি বলছে, উভয় দেশের সঙ্গেই ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক৷ পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণা ইজরায়েল সরকারকে আশ্বাস দিয়েছেন, যেভাবেই হোক, অপরাধীকে বিচারের কাঠগোড়ায় আনা হবে৷

সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বিদেশের হাত থাক বা না থাক, স্থানীয় সন্ত্রাসীরা এতে যুক্ত৷পুলিশ ইতিমধ্যে, ভারতে ইরানিদের পাশপোর্ট খতিয়ে দেখছে৷ বিভিন্ন হোটেলের রেজিস্ট্রি পরীক্ষা করছে৷ ইসরায়েলি দূতাবাস ও অন্যান্য দূতাবাসের চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য