1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লিতে কারখানায় ভায়াবহ আগুন

৮ ডিসেম্বর ২০১৯

ভারতের রাজধানী দিল্লিতে ছয় তলা একটি কারখানায় আগুন লেগে অন্তত ৪৩ শ্রমিকের মৃত্যু হয়েছে৷ আগুন লাগার সময় ভবনের বিভিন্ন তলায় শতাধিক শ্রমিক ঘুমিয়ে ছিলেন৷ এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে জানান উদ্ধারকর্মীরা৷

https://p.dw.com/p/3UPjN
ছবি: Reuters/A. Abidi

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে ‘অত্যন্ত ভয়াবহ' ঘটনাকে বলে বর্ণনা করেছেন৷ দিল্লি ফায়ারফাইটার কর্তৃপক্ষ জানান, স্থানীয় সময় রোববার ভোর ৫টা ২২ মিনিটে ফোনে প্রথম কারখানায় আগুন লাগার খবর পান৷ ছয়তলা কারখানা ভবনটির নীচের দিকের কোন তলায় প্রথমে আগুন লাগে এবং তা দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে৷ ভবনের বিভিন্ন তলায় তখন অনেক শ্রমিক ঘুমিয়ে ছিলেন৷

কারখানাটি পুরান দিল্লির সদর বাজারের আজাদ মার্কেট এলাকার সরু গলিতে হওয়ায় অন্ধকারে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়েছে৷ উদ্ধারকর্মীরা হতাহতদের কাঁধে করে বয়ে নিয়ে যান৷ পরে দেয়াল ভেঙ্গে ও জানালার গ্রিল কেটে ফায়ারইঞ্জিনগুলোকে ঘটনাস্থলে যেতে হয়েছে৷ সেখানে এখন প্রায় ৩০টি ফায়ার ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে৷

দিল্লির চিফ ফায়ার অফিসার সুনীল চৌধুরি বলেন, আগুনে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে৷ নিহতদের বেশিরভাগই কারখানার শ্রমিক, যারা ভবনের বিভিন্ন তলায় ঘুমিয়ে ছিলেন৷ ঘটনাস্থলে থাকা আরেক কর্মকর্তা অতুল গার্গ বলেন, ‘‘আমরা ৫০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছি৷ তাদের অধিকাংশই ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন৷''

আহতদের কাছের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে৷ তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের৷ আগুনের সূত্রপাতে কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ ঘটনাকে ‘অত্যন্ত করুণ সংবাদ' বলেছেন৷ গত ফেব্রুয়ারিতে দিল্লিতেই একটি ছয়তলা হোটেলে আগুন লেগে ১৭ জনের মৃত্যু হয়েছিল৷

এসএনএল/এআই (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)