সরকারি ভবনে হামলা
২ সেপ্টেম্বর ২০১২সিরিয়ায় জাতিসংঘ ও আরব লিগের দূত হিসেবে কোফি আনানের পদত্যাগের পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন লাখদার ব্রাহিমি৷ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর দায়িত্ব বুঝে নিবেন৷ তবে তার আগে ব্রাহিমি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর সাথে বৈঠক করছেন৷ রবিবার তিনি গণমাধ্যম প্রতিষ্ঠান আল-জাজিরা'কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘সেখানে পরিবর্তন প্রয়োজন, জরুরি এবং অপরিহার্য৷ জনাব আসাদ সেখানে রয়েছেন এবং বর্তমান সরকারে তিনি প্রেসিডেন্ট৷ কোফি তাঁর সাথে কথা বলেছেন এবং আমি তাঁর সাথে বৈঠক করবো৷ তবে এখনই বলার সুযোগ নেই যে, কে বা কারা থাকবে আর কাদের বিদায় নিতে হবে৷''
এদিকে, রবিবার রাজধানী দামেস্কের প্রাণকেন্দ্রে সুরক্ষিত সরকারি ভবনের কাছে দু'টি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে৷ এই ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে৷ সরকারি গণমাধ্যমে তাদের ভাষায় ‘সন্ত্রাসীরা' এই হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে৷ ঐ ভবনেই প্রতিরক্ষা বাহিনীর কিছু দপ্তর এবং উপ-রাষ্ট্রপতি ফারুক আল-শারা'র দপ্তর অবস্থিত৷
এর আগে, দামেস্কের দক্ষিণাঞ্চলে একটি মসজিদের কাছে গাড়ি বোমা হামলা চালানো হয়৷ এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে৷ অন্যদিকে, আলেপ্পো, ইদলিব এবং সারজা নগরীতে বিদ্রোহী সেনাদের উপর সরকার বাহিনীর হামলার খবর পাওয়া গেছে৷ যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহীদের পরাস্ত করতে সরকারি বাহিনী হেলিকপ্টার ও বিমান থেকে হামলা চালাচ্ছে৷
সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, সরকারি সৈন্যরা হোমস নগরী থেকে বেশ কিছু সন্ত্রাসীকে পিছু হটতে বাধ্য করেছে, যারা লেবানন থেকে সিরিয়ায় প্রবেশের চেষ্টা করছিল৷
এদিকে, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বকারী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল এসএনসি তাদের সদস্যপদ বৃদ্ধি এবং কিছু সংস্কার সাধনের ঘোষণা দিয়েছে৷ স্টকহোমে অনুষ্ঠিত এসএনসি'র বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন পরিষদের মুখপাত্র জর্জ সাবরা৷ তিনি বলেন, পরিষদের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে চলতি মাসের শেষে ভোটাভুটি অনুষ্ঠিত হবে৷ এছাড়া এসএনসি'র সাধারণ পরিষদের সদস্য সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৪০০ করা হবে বলেও জানান সাবরা৷
এএইচ / এসি (ডিপিএ, এএফপি, রয়টার্স)