দামেস্কের কাছে ইসরায়েলের বিমান হামলা
২৬ ডিসেম্বর ২০১৮দামেস্কের কাছে ইরানি বাহিনী এবং হেজবুল্লাহ'র ঘাঁটিতে হামলা চালিয়েছে কয়েকটি যুদ্ধবিমান৷ এগুলো ইসরায়েলের বলে সন্দেহ করা হচ্ছে৷ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারে নেতানিয়াহুর ঘোষণার পরই এই হামলা চালানো হলো৷
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে৷সিরিয়ার রাজধানীতেভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা৷ এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কিছু ভিডিও ঘুরে বেড়াচ্ছে৷ ভিডিওগুলোতে রাতের বেলায় আকাশে মিসাইল ছোড়ার দৃশ্য দেখা যাচ্ছে৷ রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা হয়েছে৷ তবে তিন সিরীয় সেনা হামলায় আহত হয়েছেন৷
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েল এই বিমান হামলা চালিয়েছে, তাদের লক্ষ্য ইরানি বাহিনী এবং হেজবুল্লাহর অস্ত্রভাণ্ডার৷
ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, সিরিয়াই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা প্রতিহত করতে তারা মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে৷
অন্যদিকে, লেবানিজ জাতীয় সংবাদ সংস্থা বলছে, লেবাননের উপর দিয়ে দামেস্কের সীমান্তে উড়ে গেছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো৷ তাদের সন্দেহ ছিল লেবাননের উপরই ক্ষেপণাস্ত্র হামলা চালাবে তারা৷
রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে দুই হাজার সেনা সরিয়ে নিলেও ইসরায়েলের নীতিতে কোনো পরিবর্তন আসবে না এবং সিরিয়ায় ইরানি সেনাবাহিনীর উপর তাদের হামলা অব্যাহত থাকবে৷
আসাদ সরকারের সমর্থক ইসরায়েল সিরিয়ায় ইরানি বাহিনী এবং হেজবুল্লাহ'র ঘাঁটি লক্ষ্য করে প্রায়ই বিমান হামলা চালিয়ে থাকে৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)