1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দাঙ্গার পাঁচ বছর পর কেমন আছে রোহিঙ্গারা?

৯ জুন ২০১৭

২০১২ সালের এই সময়ে এক বৌদ্ধ নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়েতে রোহিঙ্গা ও বৌদ্ধ ধর্মের অনুসারীদের মধ্যে দাঙ্গার সূত্রপাত হয়েছিল৷

https://p.dw.com/p/2ePzp
২০১২ সালে দাঙ্গার ছবিছবি: picture-alliance/dpa

সেই সময় রোহিঙ্গাদের ঘরবাড়ি ও মসজিদ ভেঙে ফেলা হয়েছিল৷ হাজার হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়েছিলেন৷ তাঁরা রাখাইন রাজ্যের অন্যান্য অংশে চলে যেতে বাধ্য হয়েছিলেন৷ পরিবার-পরিজন নিয়ে তাঁদের অনেককে অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিতে হয়েছে৷ দুই বছরের জন্য এসব ক্যাম্প নির্মাণ করা হলেও পাঁচ বছর ধরে তাঁরা সেখানে বাস করছেন৷

তবে সম্প্রতি জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের নেতৃত্বাধীন কমিশন এসব ক্যাম্প বন্ধ করে দেয়ার পরামর্শ দেন৷ মিয়ানমার সরকার সেগুলো বন্ধের কাজ শুরু করেছে৷

গত এপ্রিলে রামরি শহরের এমনই একটি ক্যাম্প বন্ধ করে দেয়া হলে ৫০ বছর বয়সি বিধবা নারী ‘নিয়ে নিয়ে উ' দুই কন্যা সন্তানকে নিয়ে ইয়াঙ্গনে পাড়ি জমান৷ ক্ষতিপূরণ হিসেবে তিনি সরকারের কাছ থেকে ৫৯০ ডলার পেয়েছিলেন৷ তবে গত দুই মাসে অর্ধেক টাকা শেষ হয়ে গেছে তাঁর৷ বাড়ি ভাড়া আর খাবারের পেছনে সেই টাকা চলে গেছে৷ ইয়াঙ্গন শহরে তাঁর চাকরি পাওয়ার আশাও ক্ষীণ বলেই মনে করছেন তিনি৷ তাই ভবিষ্যৎ কীভাবে চলবে তা নিয়ে উদ্বিগ্ন নিয়ে নিয়ে উ৷ গ্রামের বাড়ি যে ফিরে যাবেন সেই সুযোগও নেই৷

 গত দুই মাসে অর্ধেক টাকা শেষ হয়ে গেছে তাঁর
গত দুই মাসে অর্ধেক টাকা শেষ হয়ে গেছে তাঁরছবি: REUTERS

এদিকে মানবাধিকার কর্মীরা ক্যাম্প ভেঙে দেয়া সমর্থন করলেও সরকার যেভাবে কাজটি করছে তার সমালোচনা করেছে৷ ‘‘রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে না এনে রোহিঙ্গাদের অন্যত্র পাঠিয়ে দেয়ার মানে হচ্ছে, সমস্যাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া,'' বলেন মার্ক কাটস৷ তিনি মিয়ানমারে অবস্থিত জাতিসংঘের ‘অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স' এর প্রধান৷

অন্যদিকে, রাখাইনের সিটওয়েতে যেখানে দাঙ্গা হয়েছিল সেখানে এখনও প্রায় চার হাজার রোহিঙ্গার বাস৷ তবে তাঁদের শহরের একটি অংশে আবদ্ধ করে রাখা হয়েছে৷ ঐ এলাকার বাইরে তাদের যেতে দেয়া হয় না৷ ভেঙে দেয়া মসজিদ আর ঘরবাড়ি এখনও ঐ অবস্থায় পড়ে আছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য