ত্রিমাত্রিক ‘টাইটানিক'
২৮ মার্চ ২০১২আর মাত্র ক'দিন পর ১৫ই এপ্রিল টাইটানিক ডুবে যাওয়ার একশো বছর হতে যাচ্ছে৷ এ উপলক্ষ্য টাইটানিক'কে ত্রিমাত্রিক রূপ দেয়া হয়েছে৷ অর্থাৎ, এবার ছবিটি থ্রিডি'তে মুক্তি দেয়া হয়েছে৷ মূল ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে৷
নতুন সংস্করণের টাইটানিক ছবির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন পরিচালক জেমস ক্যামেরন, অভিনেত্রী কেট উইন্সলেট সহ অনেকে৷ তবে ছিলেন না নায়ক লিওনার্দো ডিকাপ্রিও৷ তাহলে কী ইতিহাসকে ফুটিয়ে তুলতেই নায়কের সেখানে অনুপস্থিতি! না, তা অবশ্য নয়৷ নায়িকা কেট জানিয়েছেন, ‘আইসবার্গ' নয়, এবার তাঁদের বিচ্ছেদের কারণ ব্যস্ততা৷
সম্ভবত ইতিহাসের সবচেয়ে সাড়া জাগানো জাহাজ টাইটানিক ১৯১২ সালের ১৪ এপ্রিল মাঝরাতের কিছুক্ষণ আগে একটি আইসবার্গ অর্থাৎ বড় বরফের সঙ্গে ধাক্কা খায়৷ প্রায় তিনঘন্টা পর সেটি ডুবে যায়৷ ঐ ঘটনায় ১,৫১৭ জন নিহত হয়েছিলেন৷
জাহাজ টাইটানিকের মতো ফিল্ম টাইটানিক'ও ১১টি অস্কার জিতে নিয়ে ইতিহাস সৃষ্টি করে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ