1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিমাত্রিক ‘টাইটানিক'

২৮ মার্চ ২০১২

কাঠের তক্তায় প্রেমিকা৷ আর বরফ ঠাণ্ডা পানিতে প্রেমিক৷ দু'জনের হাতে হাত৷ কিন্তু একসময় সে বন্ধন ছুটে গিয়ে চিরদিনের জন্য প্রেমিকের হারিয়ে যাওয়া৷ হৃদয় চুরমার করা গভীর বেদনার এই দৃশ্যটি আবারও আবেগঘনভাবে দেখতে পাবেন দর্শক৷

https://p.dw.com/p/14TE0
Filmszene Titanicছবি: picture-alliance/dpa

আর মাত্র ক'দিন পর ১৫ই এপ্রিল টাইটানিক ডুবে যাওয়ার একশো বছর হতে যাচ্ছে৷ এ উপলক্ষ্য টাইটানিক'কে ত্রিমাত্রিক রূপ দেয়া হয়েছে৷ অর্থাৎ, এবার ছবিটি থ্রিডি'তে মুক্তি দেয়া হয়েছে৷ মূল ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে৷

নতুন সংস্করণের টাইটানিক ছবির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন পরিচালক জেমস ক্যামেরন, অভিনেত্রী কেট উইন্সলেট সহ অনেকে৷ তবে ছিলেন না নায়ক লিওনার্দো ডিকাপ্রিও৷ তাহলে কী ইতিহাসকে ফুটিয়ে তুলতেই নায়কের সেখানে অনুপস্থিতি! না, তা অবশ্য নয়৷ নায়িকা কেট জানিয়েছেন, ‘আইসবার্গ' নয়, এবার তাঁদের বিচ্ছেদের কারণ ব্যস্ততা৷

সম্ভবত ইতিহাসের সবচেয়ে সাড়া জাগানো জাহাজ টাইটানিক ১৯১২ সালের ১৪ এপ্রিল মাঝরাতের কিছুক্ষণ আগে একটি আইসবার্গ অর্থাৎ বড় বরফের সঙ্গে ধাক্কা খায়৷ প্রায় তিনঘন্টা পর সেটি ডুবে যায়৷ ঐ ঘটনায় ১,৫১৭ জন নিহত হয়েছিলেন৷

জাহাজ টাইটানিকের মতো ফিল্ম টাইটানিক'ও ১১টি অস্কার জিতে নিয়ে ইতিহাস সৃষ্টি করে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য