1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তোতাপাখির জন্য নতুন জঙ্গল

কর্নেলিয়া বর্মান/এআই৫ ফেব্রুয়ারি ২০১৫

শুধু তোতাপাখির জন্য কি নতুন করে কেউ জঙ্গল তৈরি করে? কেন নয়? তবে শুধু তোতাপাখি যে জঙ্গলের উপকার পাবে তা নয়৷ যেভাবে জঙ্গল উজাড় হচ্ছে তাতে এই পৃথিবীর ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছে শঙ্কা৷ সেই শঙ্কা কাটাবেও জঙ্গল৷

https://p.dw.com/p/1EVoO
Teaser Südafrika – Parrot ohne Logo
ছবি: Cape Parrot Project

দক্ষিণ আফ্রিকার জঙ্গলে এখনো হাজার বছরের বেশি বয়সের বৃক্ষের সন্ধান পাওয়া যাবে৷ এরকম গাছে আগে আসলে সেখানকার জঙ্গল ভর্তি ছিল৷ এখন তারা প্রায় হারিয়ে যেতে বসেছে৷ তাদের সঙ্গে হারাচ্ছে ফলও৷

আসলে বিভিন্ন ক্ষেত্রে হলুদ কাঠের চাহিদা বাড়ছে৷ গত ৩৫০ বছর ধরেই চাহিদা বাড়তির দিকে৷ কেপ টাউন বিশ্ববিদ্যালয়ের ড. স্টিভ বয়েস এই বিষয়ে বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকার শিল্প বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত ছিল ইয়েলোউডস৷ রেলওয়ে স্লিপার এবং খনির কাঠ হিসেবে ব্যবহারের জন্য এরকম লাখ লাখ গাছ কাটা হয়েছে৷ আর এখন সুন্দর রংয়ের জন্য ইয়েলোউড বিশ্বের অন্যতম দামি কাঠ৷ অনেক জায়গায় কিউবিক মিটারপ্রতি এই গাছের মূল্য তিন হাজার ইউরো৷''

সরকার উইলোউড গাছ কাটার উপর বিধিনিষেধ আরোপ করেছে৷ উদ্দেশ্য এসব গাছের ব্যাপক নিধন ঠেকানো৷ তাসত্ত্বেও অবৈধভাবে এগুলো এখনো কাটা হচ্ছে৷ ড. স্টিভ বলেন, ‘‘এভাবে চলতে থাকলে একসময় পুরনো সব ইয়েলোউড হারিয়ে যাবে৷''

তোতাপাখির খাবার

ইয়েলোউড ফলে থাকা ‘অ্যান্টি ভাইরাল এজেন্ট' সম্ভবত কেপ তোতাপাখির জন্য আদর্শ৷ কিন্তু এই ফলের অভাবের কারণে পাখিগুলো একর্ণ এবং একরকম বাদাম খাচ্ছে৷ সেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়৷ তাছাড়া ইয়েলোউড ফল না থাকায় এখন বছরে দু'মাস তাদের কার্যত অভূক্ত থাকতে হয়৷

তবে পরিস্থিতি সম্ভবত পুরোপুরি হতাশাজনক পর্যায়ে পৌঁছায়নি৷ বংশবৃদ্ধির জন্য কেপ তোতাপাখির বিশেষ ঘরের দরকার হয়৷ ‘কেপ প্যারোট' প্রকল্প তাই জঙ্গলের গাছে শতাধিক ঘর ঝুলিয়ে দিয়েছে৷

পাশাপাশি এই প্রকল্পের অধিনে নতুন করে বনায়ন কর্মসূচিও নেয়া হয়েছে, যেখানে অনেক ইয়েলোউড গাছ লাগানো হবে৷ তখন তোতারাও সারাবছর তাদের উপযুক্ত খাবার পাবে৷ কেপ প্যারোট প্রকল্প এজন্য গ্রামবাসীদের টাকা দিচ্ছে৷ গাছপ্রতি এক ইউরো৷ আর এগুলো পরবর্তীতে দেখাশোনার জন্য আরো টাকা পাবেন তারা৷ দক্ষিণ আফ্রিকার অন্যতম দরিদ্র অঞ্চল এটি৷ তাই এই অফার সাদরে গ্রহণ করেছে স্থানীয়রা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান