1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক শিল্পের সংকট

২০ জুন ২০১২

ঢাকার আশুলিয়া এলাকায় তৈরি পোশাক শিল্পের অচলাবস্থা দ্রুত না কাটলে বাংলাদেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা৷ কারণ মোট গার্মেন্টস ফ্যাক্টরির ২০ ভাগই ওই এলাকায়৷

https://p.dw.com/p/15HvE
ছবি: AP

তৈরি পোশাক শিল্প নিয়ে সংকট ঘনীভূত হচ্ছে৷ পোশাক শিল্পের মালিক এবং শ্রমিকরা এখন মুখোমুখি অবস্থানে৷ মালিকরা আবারো নিরাপত্তা নিশ্চিত এবং কারখানা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তি না দেয়া পর্যন্ত পোশাক কারখানা খুলবেন না বলে জানিয়ে দিয়েছেন৷ আর শ্রমিকরা কারখানা না খুললে বৃহত্তর আন্দোলনের কথা বলছেন৷

এই অবস্থায় হাইকোর্ট রুল জারি করে বলেছেন, কারখানা বন্ধ কেন বেআইনি ঘোষণা করা হবেনা, তা ৪ সপ্তাহের মধ্যে মালিকদের জানাতে হবে৷ আর পোশাক শিল্প মালিকদের সঙ্গে বৈঠকের পর শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান জানিয়েছেন, তাঁর আশা, দুই এক দিনের মধ্যেই আশুলিয়ার সব কারখানা খুলে যাবে৷

Textilarbeiterin in Indien
পোশাক শিল্প নারীকে আর্থিক স্বাধীনতা দিয়েছেছবি: AP

কিন্তু সেই বৈঠকেই বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, তিনি তা মনে করেন না৷ আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, সরকার শুধু রেফারির দায়িত্ব পালন করছে৷ কারখানা খোলার বিষয়টি নির্ভর করছে মালিক ও শ্রমিকদের ওপর৷

আশুলিয়ায় এখন কোন শ্রমিক আন্দোলন না থাকলেও ৩ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে৷ মোট পোশাক কারখানার ২০ ভাগই এখানে ৷ এখান থেকে বছরে আয় হয় ৩০ হাজার কোটি টাকা৷ কাজ করে ১০ লাখ শ্রমিক৷ অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত ডয়চে ভেলেকে বলেন, অচলাবস্থা দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য