1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেল বিক্রি না করতে পেরে আরো সমস্যায় মাদুরো

২৯ জানুয়ারি ২০১৯

ভেনেজুয়েলার অপরিশোধিত পেট্রোলিয়ামের প্রধান ক্রেতা অ্যামেরিকা নিষেধাজ্ঞা আরোপের ফলে আরো সংকটে পড়লো মাদুরো প্রশাসন৷ মাদুরো অ্যামেরিকার বিরুদ্ধে পালটা পদক্ষেপের হুমকি দিয়েছেন৷

https://p.dw.com/p/3CMLo
Venezuela Präsident Nicolas Maduro in Valencia
ছবি: Reuters/Miraflores Palace

ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ার কোনো লক্ষণ দেখাচ্ছেন না৷ তাঁর উপর চাপ বাড়াতে মার্কিন প্রশাসন সোমবার ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানার পেট্রোলিয়াম কোম্পানি পিডিভিসিএ-র উপর জোরালো নিষেধাজ্ঞা চাপিয়েছে৷ এর ফলে অ্যামেরিকায় অপরিশোধিত পেট্রোলিয়াম রপ্তানি আচমকা বন্ধ হয়ে যাচ্ছে৷ মার্কিন প্রশসনের মতে, এর ফলে আগামী এক বছরে মাদুরো রপ্তানি বাবদ প্রায় ১,১০০ কোটি ডলার থেকে বঞ্চিত হবেন৷ তাছাড়া এই কোম্পানি প্রায় ৭০০ কোটি ডলার মূল্যের সম্পত্তির নাগাল পাবে না৷ উল্লেখ্য, এই পদক্ষেপের ঠিক আগে স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো জানান, সংসদ সেই কোম্পানি ও তার মার্কিন শাখার জন্য নতুন পরিচালকমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করবে৷

মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণার পর মাদুরো দেশবাসীর উদ্দেশ্যে টেলিভিশনে এক ভাষণে অ্যামেরিকায় ভেনেজুয়েলার পেট্রোলিয়াম কোম্পানির শাখা ‘চুরি'-র অভিযোগ করেন৷ তিনি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা করেন৷ এর মধ্যে যে সব ক্রেতা ট্যাংকারসহ পেট্রোলিয়ামের জন্য অপেক্ষা করছে, পিডিভিসিএ তাদের কাছে আগাম মূল্য দাবি করেছে বলে শোনা যাচ্ছে৷

মার্কিন প্রশাসন পিডিভিসিএ ও তার মার্কিন শাখার উপর নিষেধাজ্ঞা চাপালেও ভেনেজুয়েলা থেকে পেট্রোলিয়াম কেনার ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলিকে কোনো বাধা দিচ্ছে না৷ বাণিজ্যমন্ত্রী স্টিভ মেনুশিন বলেন, ভেনেজুয়েলার জনগণ অ্যামেরিকাকে পেট্রোলিয়াম বিক্রি করে যেতে পারে৷ কিন্তু সেই তেল বিক্রির অর্থ এক ‘ব্লকড অ্যাকাউন্ট'-এ জমা হবে৷ অন্যথায় সে দেশ থেকে তেল কেনা হবে না৷ তবে পেট্রোলিয়াম-বোঝাই যেসব জাহাজ নিষেধাজ্ঞা ঘোষণার আগেই রওয়ানা হয়েছে, সেগুলির পথেও কোনো বাধা দেওয়া হবে না৷

আরো একটি বিষয়কে কেন্দ্র করে মাদুরো প্রশাসনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের সম্ভাবনা রয়েছে৷ মাদুরো প্রশাসন মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও অ্যামেরিকা সেই নির্দেশ মানতে নারাজ৷ মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সতর্ক করে দিয়ে বলেছেন, ভেনেজুয়েলায় মার্কিন দূতাবাস কর্মী ও গুইয়াদোসহ বিরোধী নেতাদের নিরাপত্তার দায়িত্ব মাদুরোকেই নিতে হবে৷

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ ভেনেজুয়েলা সবচেয়ে বড় ক্রেতা অ্যামেরিকার কাছে অপরিশোধিত পেট্রোলিয়াম বিক্রি করতে না পারলে সে দেশের প্রশাসন যে আরো চাপের মুখে পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷ এমন পরিস্থিতিতে সামরিক বাহিনী আরো কতকাল মাদুরোর প্রতি নিঃশর্ত সমর্থন দেখিয়ে যেতে পারবে, তা নিয়েও সংশয় দেখা দিচ্ছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য