তুরস্কে নিহত উত্তর সাইপ্রাসের নাগরিকদের শেষকৃত্য সম্পন্ন
১৩ ফেব্রুয়ারি ২০২৩এগারো থেকে ১৪ বছরের শিশু, ১০ জন মা-বাবা, চারজন শিক্ষক ও একজন প্রশিক্ষক তুরস্কের দক্ষিণ-পূর্ব শহর আদিয়ামানের এক হোটেলে অবস্থান করছিলেন৷ তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাসের ফামাগুস্তার এক হাই স্কুলের দলটি একটি ম্যাচ খেলার জন্য আদিয়ামানে যায়৷
গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে হোটেলটি ধসে পড়লে তারা সকলেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে৷ তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের শিকার হয় এই ভলিবল দলের সদস্যরাও৷ ভূমিকম্পে তুরস্কে এ পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি মানুষ প্রান হারিয়েছে৷
মৃতদের সমাহিত করার জন্য গত শুক্রবার থেকে ফামাগুস্তায় একের পর এক অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়৷ সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে৷
রবিবার ভলিবল দলের সদস্য হাভিন কিলিচ ও প্রশিক্ষক ওসমান সেটিনতাসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়৷ তাতে অংশ নিতে উপস্থিত হন শত শত মানুষ৷
দুটি কফিনে তাদের মৃতদেহ রাখা হয়৷ এর মাঝখানে রাখা হয় একটি ভলিবলও৷ শোকাহত শিক্ষার্থীরা কেঁদে আর প্রার্থনা করে দুজনকে চির বিদায় জানায়৷
একেএ/এসিবি (রয়টার্স)