তালেবান বন্দিদের মুক্তি দিচ্ছে আফগানিস্তান
২৫ মে ২০২০প্রেসিডেন্ট আশরাফ গনির এ ঘোষণা ইন্ট্রা-আফগান আলোচনার পথ খুলবে বলে আশা করা হচ্ছে৷
মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে্য আফগান তালেবান গত শনিবার থেকে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে৷ তার পরদিন ঈদের শুভেচ্ছা জানাতে দুই হাজার তালেবান বন্দিকে মুক্তির পরিকল্পনা দ্রুত কার্যকরের ঘোষণা দেন ঘানি৷
তালেবানরা যুদ্ধবিরতির প্রথমদিন তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে৷ সেদিন দেশটির কোথাও তালেবান ও নিরাপত্তা বাহিনীর মধ্যে যুদ্ধ হয়নি৷ ঈদের দিনের শুভেচ্ছা ভাষণে তালেবান বন্দিদের মুক্তির ঘোষণা দিয়ে ঘানি বলেন, ‘‘সরকার সফলভাবে দেশে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে৷'‘
তিনি তালেবানের হাতে বন্দি আফগান নিরাপত্তাবাহিনীর সদস্যদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বানও জানান৷
গনির এ ঘোষণাকে ‘ভালো পদক্ষেপ‘ বলে উল্লেখ করলেও তালেবান মুখপাত্র কিছুটা অসন্তোষ প্রকাশ করে বলেন, দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে ‘পাঁচ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার' কথা বলা হয়েছিল৷
‘‘ইন্ট্রা-আফগান আলোচনার পথে অগ্রসর হওয়ার এবং ভবিষ্যতের চলার পথ নির্ধারণ করতে যেসব বাধা আছে সেগুলি সরিয়ে ফেলতে দোহা চুক্তির সব শর্ত পূরণ হওয়া জরুরি৷''
গত ২৯ ফেব্রুয়ারি কাতারের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে যে চুক্তি স্বাক্ষর হয়েছে তাতে পাঁচ হাজার তালেবান যোদ্ধাকে মুক্তির বিনিময়ে দলটি তাদের হাতে বন্দি আফগান নিরাপত্তা বাহিনীর এক হাজার সদস্যকে মুক্তি দিতে রাজি হয়েছে৷
চুক্তির পর আফগান সরকার প্রাথমিকভাবে এক হাজার তালেবান যোদ্ধাকে মুক্তি দিয়েছিল৷ কিন্তু দেশজুড়ে তালেবান হামলা বেড়ে যাওয়ায় বন্দি মুক্তি কার্যক্রম স্থগিত করা হয়৷
বিশেষজ্ঞদের আশা, ঈদ উপলক্ষে যুদ্ধবিরতি আফগান সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা শুরুর মঞ্চ তৈরি করে দিয়েছে৷
প্রেসিডেন্ট গনিও বলেছেন, সরকারি প্রতিনিধিরা তালেবানের সঙ্গে ‘যেকোনো সময় শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত' আছে৷ যুক্তরাষ্ট্রও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে৷
দেখতে পারেন গত বছরের এ ছবিঘরটি
এসএনএল (ডিপিএ, এএফপি)