তাপসের ডায়েরিতে টাকা লেনদেনের নথি
২১ ফেব্রুয়ারি ২০২৩কোটি কোটি টাকার লেনদেনের নথি এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে। সম্প্রতি ইডি তাপস মণ্ডলকে গ্রেপ্তার করেছিল। তার কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। সেই ডায়েরি থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্র জানিয়েছে। সেখানে তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ, সৌমেন পাল, এ রায় বর্মণ এবং বীজেশ নামে এক ব্যক্তিকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এই বীজেশ কে, তা নিয়ে ইডি এখনো সন্দিহান।
বস্তুত, তাপস মণ্ডলের নিজের ছেলের নাম বীজেশ। একটি স্কুলের শিক্ষক তিনি। ইডি-র ধারণা, নিজের ছেলের সঙ্গেও টাকার লেনদেন করেছেন তাপস। বীজেশ ছাড়াও তার ডায়েরিতে কুন্তলের নাম আছে। যেখানে বলা আছে, 'পে টু কুন্তল'। এই এন্ট্রি যেখানে আছে, তার উপরে লেখা প্রাইমারি। অর্থাৎ, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত নথি সেখানে আছে বলে মনে করছেন তদন্তকারীরা। বস্তুত, কুন্তলের নামের পাশে টাকার অংক লিখে তা রিসিভও করানো আছে।
এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছিল। মানিকের সূত্র ধরেই তাপস মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। ইডি সূত্র জানাচ্ছে, তাপসকে জেরা করে বহু তথ্য মিলেছে। কাকে কখন কীভাবে টাকা দেওয়া হয়েছে, তার বহু তথ্য পাওয়া গেছে। সঙ্গে মিলেছে এই ডায়েরি। যা থেকে তদন্ত আরো অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
এর আগে কুন্তলকেও গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু কুন্তল এখনো পর্যন্ত টাকা লেনদেনের কথআ স্বীকার করেনি বলে জানা গেছে। তাপসের ডায়েরি নিয়ে এরপর কুন্তলকে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
তাপসের কাছ থেকে যে ডায়েরি মিলেছে, সেখানে সর্বমোট তিন কোটি ২৫ লাখ টাকার হিসেব আছে। এই পুরো টাকা কার কার কাছে কখন কীভাবে গেছে, তা খতিয়ে দেখছে ইডি। বস্তুত, তাপসের ছেলে বীজেশকেও এবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি-র একটি সূত্র দাবি করেছে।
এসজি/জিএইচ (আনন্দবাজার)