তাপমাত্রা পঞ্চাশ ছুঁইছুঁই, ইটালিতে দাবানল ছড়াচ্ছে
১৩ আগস্ট ২০২১সিসিলিতে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৪৮ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। ইটালিতে এত বেশি তাপমাত্রা আগে কখনো হয়নি। ইউরোপের ক্ষেত্রেও সম্ভবত রেকর্ড তাপমাত্রা। আগে থেকেই ইটালি দাবানলের কবলে ছিল। এই তাপমাত্রায় দাবানল আরো ছড়াচ্ছে।
সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, সিসিলি ও সার্ডিনিয়ার অবস্থা নিয়ে তারা চিন্তিত। একে প্রবল গরম, তার উপর জোরে হাওয়া বইছে। ফলে দাবানল নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হচ্ছে। সিসিলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরকারি কর্মীরা অবশ্য দাবি করছেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে।
দক্ষিণের এলাকা ক্যাটানজারোর কর্মকর্তারা জানিয়েছেন, একটি মিউজিয়ামের চারপাশে আগুন ছড়িুয়েছে। তারা এখন সেই আগুনের সঙ্গে লড়াই করছেন।
ইউরোপে তাপমাত্রার নতুন রেকর্ড?
সিসিলির একটি আবহাওয়া অফিস জানিয়েছে, সেখানে তাপমান ছিল ৪৮ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া অফিসটি ২০০২ সালে তৈরি হয়। তারপর থেকে কখনো তাপমাত্রা এতটা বেশি হয়নি।
এটা সম্ভবত ইউরোপের ক্ষেত্রেও রেকর্ড। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাপমাত্রা ঠিকভাবে মাপা হয়েছে কি না, তা আগে পরীক্ষা করে দেখতে হবে।
দক্ষিণ ইউরোপে এখন তাপপ্রবাহ চলছে। এর ফলে তুরস্ক ও ইটালিতে কয়েকজনের মৃত্যু হয়েছে।
জিএইচ/এসজি (এএফপি, এপি, রয়টার্স)