তথ্য মন্ত্রীর পদত্যাগ নিয়ে পাকিস্তানে নাটক
২৫ ডিসেম্বর ২০১১পাকিস্তানের নারী তথ্য মন্ত্রী ফিরদৌস আওয়ান তাঁর পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই জানালেন যে তাঁর এই পদত্যাগ পত্র গ্রহণ করেননি বর্তমান প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি৷ তার আগে মন্ত্রিসভার বৈঠকেই আকস্মিকভাবে নিজের পদত্যাগের কথা জানিয়ে বসেন ফিরদৌস আওয়ান৷ এই ঘোষণার সময় তাঁর চোখে ছিল অশ্রু৷ এই ঘটনায় মন্ত্রিসভার অনেকেই হতবাক হয়ে পড়েন৷ ঘটনাটি টেলিভিশনেও দেখানো হয়৷
তবে কয়েক ঘন্টা পর যখন সাংবাদিকদের পদত্যাগপত্র প্রত্যাহারের কথা জানান তিনি, তখন সাংবাদিকরা এর কারণ জিজ্ঞেস করে৷ জবাবে পাকিস্তানি তথ্য মন্ত্রী জানিয়েছেন, তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেননি প্রধানমন্ত্রী গিলানি৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী আমার পদত্যাগ পত্র ছিঁড়ে ফেলেছেন এবং আমাকে কাজ চালিয়ে যেতে বলেছেন৷''
তবে হঠাৎ করেই পদত্যাগের সিদ্ধান্ত কেন নিয়েছিলেন তথ্য মন্ত্রী, তার কোন উত্তর তাঁর কাছ থেকে পাওয়া যায়নি৷ তবে সংবাদ মাধ্যমগুলোর কাছ থেকে যতটুকু জানা গেছে, তা হলো ক্ষমতাসীন দলের অনেকেই ফিরদৌস আওয়ানের সমালোচনা করছিলেন৷ সম্প্রতি মেমোগেট কেলেঙ্কারির পর সরকারের যে ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে সেই ব্যাপারে তিনি তেমন কিছুই নাকি করতে পারেননি এমন অভিযোগ উঠেছিলো তাঁর বিরুদ্ধে৷ উল্লেখ্য, এই মেমোর কারণে গত কয়েকটা দিন ধরে পাকিস্তানি সরকারের সঙ্গে স্নায়ুযুদ্ধ চলছে সেদেশের সামরিক বাহিনীর৷
এটি শুরু হয়েছে কয়েক মাস আগে থেকে, যখন মার্কিন সরকারের কাছে পাঠানো একটি সরকারি বার্তা ফাঁস হয়ে যায়৷ ওই ফাঁস হয়ে যাওয়া বার্তায় পাকিস্তানি সরকারের পক্ষ থেকে মার্কিন সরকারের প্রতি অনুরোধ জানানো হয়, যদি সামরিক বাহিনী ক্ষমতা দখলের চেষ্টা করে তাহলে মার্কিন বাহিনী যেন বেসামরিক প্রশাসনকে সহায়তা করে৷ এই বার্তা বা মেমোর জের ধরে পদত্যাগ করেন ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত৷ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানিও বলেছেন, কোন কোন মহল সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে৷ তবে সেনাবাহিনীর প্রধান জেনারেল আশিক কায়ানি বলেছেন, সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না৷ তবে উভয় পক্ষের মধ্যেই পারস্পরিক আস্থাহীনতা দেখা যাচ্ছে৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক