1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢালিউড সিনেমায় সোহা আলি খান

১০ মার্চ ২০১১

মনসুর আলি খান পাতৌদি, প্রাক্তন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় এবং সাবেক অধিনায়ক৷ তাঁর স্ত্রী শর্মিলা ঠাকুর৷ তাঁদের ছেলে সাইফ আলি খান আর মেয়ে সোহা আলি খান৷ সেই মেয়ে এবার বাংলাদেশের সিনেমায়৷

https://p.dw.com/p/10WiZ
সোহা আলি খানছবি: AP

ঢালিউডে প্রথমবারের মতো অভিনয় করছেন শর্মিলা ঠাকুর কন্যা সোহা৷ ছবির নাম ‘মাটি'৷ পরিচালক রাজু আহমেদ৷ এই তো দিন দুয়েক আগে ‘মাটি'র মহরৎ অনুষ্ঠিত হলো৷ সেই মহরৎ অনুষ্ঠানে পরিচালক রাজু আহমেদ এক কথার বোমা ফাটালেন, মানে ঘোষণা দিলেন৷ বললেন, ছবির অন্যতম নায়িকা চরিত্রে অভিনয় করবেন সোহা৷

আগামী জুনে শুরু হবে ছবির মূল কাজ৷ শুটিং হবে বাংলাদেশ ও ক্যানাডায়৷ মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবিতে আরও আছেন ববিতা, আহমেদ শরীফ, ইমন, নাজমুল খান, মনজুর হোসেন, অঞ্জনা, সিমলা, আঁখি প্রমুখ৷

মাটি ছবিতে অন্যতম চরিত্রে অভিনয় করবেন বিশিষ্ট অভিনেত্রী ববিতা৷ পরিচালক জানালেন, ববিতা এ ছবিতে বলিউড নায়িকা সোহা আলী খানের মায়ের ভূমিকায় অভিনয় করবেন৷

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনী কর্তৃক নির্যাতিত নারী ও তাদের অনাকাঙ্ক্ষিত সন্তানের দুঃসহ ও নির্মম গল্পগাঁথা নিয়েই নির্মিত হচ্ছে ছবিটি৷ মুক্তিযুদ্ধে পাকসেনাদের পাশবিকতার শিকার হয় বহু বাংলাদেশি নারী৷ স্বাধীনতার পর এই নারীদের বাংলাদেশ সরকার বীরাঙ্গনার মর্যাদা দেন৷ এদের জীবনের নানা উপাখ্যান মাটি ছবিতে তুলে ধরা হবে বলে পরিচালক রাজু আহমেদ জানিয়েছেন৷ বন্ধু জিনজার মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে এই ছবি৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: জাহিদুল হক