1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘১০ টাকার' গর্ব

৩০ জানুয়ারি ২০১৯

একটা বিশ্ববিদ্যালয়ের গর্ব করার মতো কী কী জিনিস থাকতে পারে? পড়াশোনা এবং গবেষণা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিশ্চয়ই৷ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গর্বিত সম্পূর্ণ ভিন্ন এক কারণে৷

https://p.dw.com/p/3CPZ1
Bildergalerie Chai Tee Verkäufer in Indien EINSCHRÄNKUNG
ছবি: R. Gellatly/Z. Marks

রোববার টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান রাষ্ট্র গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন৷  ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, সব কিছুতেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার কথাও মনে করিয়ে দেন তিনি৷

বক্তব্যে বঙ্গবন্ধু যে এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন, সেটিও শিক্ষার্থীদের মনে করিয়ে দেন উপাচার্য৷

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কেনো গর্ব করা উচিত, সে বিষয়ে তাঁর অন্য একটি বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

বক্তব্যের এক পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্য করে উপাচার্য বলেন, ‘‘তুমি পৃথিবীর ইতিহাসে কোথাও পাবে না দশ টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা চপ এবং একটি সমুচা৷ বাংলাদেশে এটা পাওয়া যায়৷ এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, তাহলে এটা গিনেস বুকে রেকর্ড হবে৷''

তিনি বলেন, ‘‘দশ টাকায় গরম পানিও তো পাওয়া যাবে না রাস্তায়৷ অথচ দশ টাকায় এক চা, একটা সিঙ্গারা, একটা সমুচা এবং একটা চপ এগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে টিএসসি৷ এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য৷''

পুরো বক্তব্যের এই ৪৫ সেকেন্ড ছড়িয়ে পড়েছে ফেসবুকে৷ শিক্ষায় পিছিয়ে পড়ে সিঙ্গারা নিয়ে গর্ব করা একজন উপাচার্যের পক্ষে কতটা ‘হাস্যকর' অনেকেই সে মন্তব্য করছেন৷

এমন একটি ভিডিও দু'দিনেই দেখা হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ বার৷

এডিকে/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য