ঢাকায় শেষ হলো জার্মান বাণিজ্য প্রদর্শনী
২৯ অক্টোবর ২০১১মেলার আয়োজক বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি সাইফুল ইসলাম বললেন, এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে জার্মানির ব্যবসায়ীদের পরিচয় হয়েছে৷
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মলেন কেন্দ্রে শনিবার শেষ হল তিন দিন ব্যাপী জার্মান বাণিজ্য প্রদর্শনী৷ শেষ দিনে বিপুলসংখ্যক দর্শনার্থী প্রদর্শনীতে আসেন৷ তারা প্রদর্শনীর স্টলগুলো ঘুরে বিভিন্ন পণ্যের খোঁজখবর নেন৷ অনেকে আবার পণ্যের বিস্তারিত বিবরণসংবলিত ক্যাটালগ নিয়ে যান৷
প্রদর্শনীতে বাংলাদেশ ও জার্মানির প্রথম সারির তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক যন্ত্রপাতি, আসবাবপত্র, তৈরি পোশাক ও মোটরগাড়িসহ বিভিন্ন বিলাসদ্রব্য প্রস্তুতকারক ১০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে৷ এর মধ্যে জার্মানির ৬০টি এবং বাংলাদেশের ৪০টি৷
তবে সবার যে উদ্দেশ্য সফল হয়েছে এমনটি নয়৷ ইউরোপয়েন্ট সোর্সিং অ্যাপারেল নামে জার্মানির একটি তৈরি পোশাক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বললেন, এই মেলায় এবারই তিনি প্রথম স্টল দিয়েছেন৷ তবে উদ্দেশ্য পুরোপুরি সফল হয়িন৷
আর মেলার আয়োজক বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি সাইফুল ইসলাম বললেন, তিন দিনের এই মেলায় ২৫ হাজার দর্শনার্থী এসেছে৷ বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে জার্মানির ব্যবসায়ীদের পরিচয় হয়েছে৷
জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার৷ এর পরিমাণ বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকা৷ আবার জার্মানি থেকে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার পণ্য আমদানি করা হয়৷ জার্মানির ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে আরো পণ্য কেনার আগ্রহ দেখিয়েছেন বলেও জানান সাইফুল ইসলাম৷
শেষ দিনে প্রদর্শনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল প্রমূখ৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম