ঢাকায় মশার প্রজননস্থল
প্রায় দু’কোটি মানুষের বসবাসের শহর ঢাকায় এখন সবচেয়ে বড় আতঙ্ক চিকুনগুনিয়া৷ যন্ত্রণাদায়ক এই রোগটির জন্য দায়ী এক ধরনের মশা৷ গোটা ঢাকা শহরই যেন মশার প্রজনন স্থান৷ শহরে মশার জন্ম, অবাধে বেড়ে ওঠার জায়গাগুলো নিয়ে এই ছবিঘর৷
বাসার ফুলের টব
বর্ষাকালে বাড়িতে বা বারান্দায় রাখা ফুলের টবগুলো মশা জন্ম নেওয়ার মোক্ষম জায়গা৷ ফুলের টবে জমে থাকা পানি কয়েকদিন পরিষ্কার না করলে সেখানে সহজেই জন্ম নেয় মশারা৷
রেফ্রিজারেটর
নিজেদের অজান্তে বাড়ির মধ্যেই গড়ে উঠতে পারে মশার প্রজননস্থল৷ বাসায় নিত্য ব্যবহার্য রেফ্রিজারেটরের পেছনে জমে থাকা পানিও দীর্ঘদিন পরিষ্কার না করলে সেখানে মশারা বংশবৃদ্ধি করতে পারে৷
শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র
বাসা কিংবা অফিসে ব্যবহৃত শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্রটিও মশা জন্ম দেওয়ার অন্যতম কারণ৷ বেশিরভাগ অফিস কিংবা বাসার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রটির পানি সরাসরি বাইরে ফেলা হয়৷ সেসব পানি জমে থাকলে কোথাও কোথাও জন্ম নেয় মশারা৷
নোংরা জলাশয়
ঢাকা শহরের ভেতরে আছে অসংখ্য নোংরা জলাশয়, যেগুলো মশা প্রজননের উপযুক্ত জায়গা৷
আবর্জনা ফেলার জায়গা
ঢাকা শহরের জলাশয়গুলোতে অবাধে ফেলা হচ্ছে ময়লা বা আবর্জনা৷ ফলে সেখানে সহজেই জন্ম নেয় মশারা৷
পরিত্যক্ত ডোবা
ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাসা-বাড়ির আশেপাশে রয়েছে প্রচুর পরিত্যক্ত ডোবা৷ বর্ষার মৌসুমে সেসব ডোবায় পানি জমে থাকায় সেখানেও মশার জন্ম হয়৷
ময়লার খাল
ঢাকা শহরের বিভিন্ন স্থানে এখনো রয়েছে খোলা ময়লার খাল৷ সেসব খালে মশারা জন্ম নিয়ে সেহজেই ছড়িয়ে পড়ে শহরের আনাচে-কানাচে৷
হাতিরঝিলের অপরিচ্ছন্ন অংশ
রাজধানীর হাতিরঝিলের বিভিন্ন জায়গা এখন মশা প্রজনের অন্যতম জায়গা৷ হাতিরঝিল এলাকায় প্রচুর আবর্জনা থাকায় সেসব জায়গায় মশাদের অবাধ বিচরণ দেখা যায়৷
হাতিরঝিলের ডাস্টবিন
হাতিরঝিলে বসানো আধুনিক ডাস্টবিনগুলো পথচারীরা কমই ব্যবহার করেন৷ ফলে বৃষ্টি হলেই ডাস্টবিনের কন্টেইনারগুলোতে পানি জমতে শুরু করে৷, যেখানে জন্ম নিতে পারে মশা৷
ছাদে জমে থাকা পানি
বর্ষার মৌসুমে ঢাকা শহরের অনেক বাড়ির ছাদেই পানি জমে৷ সেগুলো দীর্ঘদিন পরিষ্কার না করলে সেখানেও মশারা জন্ম নেয়৷
পরিত্যক্ত ফোয়ারা
সৌন্দর্য বর্ধনের জন্য ঢাকা শহরের বিভিন্ন সড়ক কিংবা বিপণি বিতানের সামনে বসনো ফোয়ারাগুলো দীর্ঘদিন না চালানোয় সেখানে জমে থাকা পানিও মশা জন্ম নেওয়ার ভালো জায়গা৷
ঢাকার বাস স্টেশন
ঢাকা শহরের প্রধান তিনটি বাস স্টেশনের পার্কিং এলাকাতেই বাসগুলো ধোওয়া হয় নিয়মিত৷ ফলে সেখানে জমে থাকে পানি৷ আর সেই পানিতে সহজেই জন্ম নেয় মশারা৷
পরিত্যক্ত ডাবের খোশা
ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ফেলে রাখা ডাবের খোশায় বৃষ্টির পানি জমে থাকে, যেখানে জন্ম নেয় মশারা৷
ফেলে রাখা প্লাস্টিক
ঢাকার দু’টি সিটি কর্পোরেশনের ময়লা ব্যবস্থাপনা মারাত্মক দুর্বল৷ তাই শহরজুড়ে যত্রতত্র দেখা যায় নানারকম প্লাস্টিকের জিনিস৷ এ সবেও বৃষ্টির পানি জমে সহজেই জন্ম নেয় মশারা৷
গাড়ির পরিত্যক্ত টায়ার
রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি মেরামত করার কারখানাগুলোর আশেপাশে ফেলে রাখা পরিত্যক্ত টায়ারগুলোয় বৃষ্টির পানি জমে মশারা জন্ম নেয়৷