1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উপ প্রধানমন্ত্রী

৩ মে ২০১২

জাপানের উপ প্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদার দুই দিনের সফরকে বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী৷

https://p.dw.com/p/14oF2
ছবি: AP

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের ফিরতি সফরে আজ দুপুরে ঢাকায় আসছেন জাপানের উপ প্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা৷ তাঁর এই সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ডয়চে ভেলে জানান, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং পরীক্ষিত৷ তার সেই সুসম্পর্কের নিদর্শন হিসেবেই জাপানের উপ প্রধানমন্ত্রী আজ ঢাকা আসছেন৷

জাপান বাংলাদেশের বৃহৎ উন্নয়ন সহযোগী৷ বাংলাদেশের উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় জাপানের রয়েছে অনেক বড় ভূমিকা৷ গওহর রিজভী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের উপ প্রধানমন্ত্রীর বৈঠকে পদ্মা সেতুতে অর্থায়ন, ঢাকার মেট্রো রেল, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বৃহৎ প্রকল্পে অর্থায়ন নিয়ে কথা হবে৷

জাপানের উপ প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন৷ তিনি বাংলাদেশের ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন৷ বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিবেশ নিয়েও আলোচনা করবেন জাপানের উপ প্রধানমন্ত্রী৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য