ঢাকায় উষ্ণ অভ্যর্থনা মোদীকে
২৬ মার্চ ২০২১ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে মোদীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে ২১ বার তোপধ্বনি করা হয়।
এরপর মোদীকে নিয়ে শেখ হাসিনা পৌঁছন অভ্যর্থনা মঞ্চে। সেখানে তিন বাহিনীর সুসজ্জিত দল তাকে গার্ড অফ অনার দেয়।
২০২০ সালের মার্চে মুজিববর্ষের আয়োজনে মোদীর থাকার কথা ছিল। কিন্তু করোনার জন্য তিনি যেতে পারেননি। বস্তুত, করোনার প্রকোপ দেখা দেয়ার পর গত এক বছরে মোদাী কোনো বিদেশ সফর করেননি। এক বছর পর তিনি এই প্রথম বিদেশ সফরে বাংলাদেশে এসেছেন। বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে তিনি ভাষণ দেবেন।
বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তথ্য মন্ত্রী হাছান মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস এবং তিন বাহিনীর প্রধান। শেখ হাসিনা তাদের সকলের সঙ্গে মোদীর আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেন।
বিমানবন্দরে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীও উপস্থিত ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রীর জন্য বিমানবন্দর এলাকা বর্ণিল সাজে সাজানো হয়। টার্মিনালে ও সামনে দুই দেশের প্রচুর পতাকা ছিল। টার্মিনালে দুই দেশের সরকার প্রধানের ছবিও ছিল। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্ম-শতবর্ষ উপলক্ষে মোদীর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ।
মোদী অবশ্য এই সফরে ওড়াকাঁন্দিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার গ্রামে যাবেন। সাতক্ষীরায় যশোরেশ্বরী মন্দির দর্শন করবেন।
জিএইচ/এসজি(বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)