1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড. ইউনূসকে ১২ কোটি টাকা কর পরিশোধে নির্দেশ হাইকোর্টের

৩১ মে ২০২৩

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ১২ কোটি টাকা আয়কর দিতে হবে। তিনটি দাতব্য প্রতিষ্ঠানকে দান করা টাকার ওপর ইউনূসকে এই কর দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

https://p.dw.com/p/4S0VW
ড. ইউনূস
ছবি: Arafatul Islam/DW

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ১২ কোটি টাকা আয়কর দিতে হবে। তিনটি দাতব্য প্রতিষ্ঠানকে দান করা টাকার ওপর ইউনূসকে এই কর দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো প্রকাশ না হওয়ায় এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। মামলার এজাহারে বলা হয়, ২০১১-২০১২ থেকে ২০১৩-১৪ অর্থবছরে ড. ইউনূস 'অধ্যাপক মুহাম্মদ ইউনূস ট্রাস্ট', 'ইউনূস ফ্যামিলি ট্রাস্ট' ও 'ইউনূস সেন্টার' নামে তিনটি দাতব্য প্রতিষ্ঠানকে ৭৬ কোটি ৭৩ লাখ টাকা দান করেন। তবে অনুদানকৃত অর্থের ওপর ১৫ কোটি ৪০ লাখ টাকার 'উপহার কর' আরোপ করে কর কমিশনার (ডিসিটি)।

অধ্যাপক ইউনূস দানকৃত অর্থের ওপর কর আরোপ চ্যালেঞ্জ করে কর আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। তবে কর আপিল ট্রাইব্যুনাল ডিসিটির সিদ্ধান্ত বহাল রাখে। আপিলের আগে তিনি কর অফিসে তিন কোটি টাকার বেশি জমা দেন। 

ড. ইউনূস কর আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে তিনটি আয়কর রেফারেন্স দাখিল করেন। আবেদনের ওপর শুনানির পর, ২০১৫ সালের ২ এপ্রিল দাবিকৃত কর আদায়ে জারি করা সরকারি প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।

সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আবেদনের ওপর শুনানির উদ্যোগ নেয়। সে অনুযায়ী বুধবার এ বিষয়ে শুনানির পর রায় দেন হাইকোর্ট। 

জেকে/জেডএ (দ্য ডেইলি স্টার)
 

রোহিঙ্গাদের জোর করে বের করে দেয়া উচিত হবে না

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য