‘ডিডাব্লিউ উইমেন' ডয়চে ভেলের নতুন ফেসবুক অ্যাকাউন্ট
৮ মার্চ ২০১৯এছাড়া এখানে বিশ্বের বিভিন্ন দেশের সাহসী ও নির্ভিক নারীদের কাহিনি তুলে ধরা হবে৷ পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের মেয়ে শিশু ও মহিলাদের নিয়ে বিশেষ কর্মসূচিগুলো তুলে ধরা হবে এখানে৷ পুরো বিশ্বের যেসব নারীরা নির্যাতনের শিকার তাদের কথা তুলে ধরা এবং লিঙ্গ বৈষম্য দূর করা এই অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য৷
ডয়চে ভেলের প্রধান সম্পাদক ইনেস পোল: নারীর ক্ষমতায়ন আমাদের অন্যতম প্রধান ইস্যু৷ নতুন এই ফেসবুক অ্যাকাউন্ট facebook.com/dw.women নারীদের সমস্যাগুলো আরো প্রকটভাবে তুলে ধরতে সাহায্য করবে৷ এটা ডয়চে ভেলের সম্পাদকীয় দলের একধরণের সেরা সংকলন হবে৷
ডয়চে ভেলের আগের দু'টি প্রকল্প ‘উইমেন টক অনলাইন' এবং ‘গ্লোবাল সোসাইটি' যৌথভাবে এই অ্যাকাউন্টে কাজ করবে৷
প্রকল্প ব্যবস্থাপক ফানেসা ফিশার বলেছেন, ‘‘আমাদের যা কিছু আছে তার সেরাটা তুলে আনার চেষ্টা করবো এবং আমাদের ৩ লাখ ৪৪ হাজার ভক্তদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে এই যাত্রা শুরু হবে৷''
‘ডিডাব্লিউ উইমেন'-এ নারী শিক্ষা, পেশাগত দক্ষতা, ঐতিহ্য, কুসংস্কার, লিঙ্গ বৈষম্য এবং টিকে থাকার যোগ্যতা এসব বিষয় প্রাধান্য পাবে৷ প্রতি সপ্তাহে চারটি উপমহাদেশের নারী ব্লগাররা প্রতিবেদন লিখবেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন তাঁরা৷
আন্তর্জাতিক নারী দিবসে ডয়চে ভেলে ‘ডিজিটাল ওয়ারিয়র্স' নামে জার্মান এবং ইংরেজি ভাষায় একটি সিরিজ চালু করছে৷ নিজেদের সমাজ পরিবর্তনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের নারীরা যে ভূমিকা রাখছেন তাঁদের কথা তুলে ধরা হবে এখানে৷ ডিডাব্লিউ টিভিতে এই সপ্তাহে প্রচারিতব্য ম্যাগাজিন অনুষ্ঠান ইউরোম্যাক্স, আর্টস ২১, গ্লোবাল ৩০০০ ও চেক-ইন এবং টক শো কোয়াড্রিগাতে নারীদের ইস্যু বিশেষ প্রাধান্য পাবে৷ এছাড়া আজ শুক্রবার সারাদিন নারীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ডিডাব্লিউ ডট কম dw.com এ৷