1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড্রোন দিয়ে এতকিছু করা যায়!

৩০ অক্টোবর ২০১৭

ইদানীং কালে ড্রোন দিয়ে তৈরি অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়৷ পাখির চোখে পৃথিবী দেখার এক চমৎকার উপায় ড্রোন৷ কিন্তু আর কোনো কাজ কি আছে যেখানে ড্রোন সহায়ক হতে পারে?

https://p.dw.com/p/2mirm
ভিডিও ক্যামেরাসহ একটি ড্রোনছবি: J. van Loon

আমাদের দেশে অনেক সময় নদীর তীর ধরে কিছু মানুষকে হেঁটে যেতে দেখা যায়৷ তাঁরা আসলে দড়ি দিয়ে ভাসমান কোনো নৌকা টেনে নিয়ে যান৷ ড্রোন দিয়ে কি এই কাজ সম্ভব? না, বড় কোনো নৌকা টানা সাধারণ ড্রোনের পক্ষে সম্ভব নয়, তবে ডেভিড ফ্রাইহাইটের ছোট্ট ড্রোন তাঁর ডিঙি নৌকাটিকে টেনে নিয়ে যেতে পারে৷

আর শুধু নৌকা কেন, ড্রোন দিয়ে মাছও ধরেন ডেভিড৷ এমনকি ছোট্ট শিশুদের দাঁতও টেনে তুলতে দিব্যি সহায়তা করে ড্রোন৷ শুধু তাই নয়, ড্রোনের সহায়তায় গ্রিলও করেন তিনি৷ আর বাস্কেটবল খেলার কথা না হয় না-ই বললাম৷

ডেভিডের একটি ইউটিউব চ্যানেল রয়েছে৷ নিজের পরিবারের আর নিজের নানা ভিডিও সেখানে পোস্ট করেন তিনি৷ সেগুলো মাঝেমাঝেই সাড়া জাগায় সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ তাঁর সেই চ্যানেল ভিজিট করতে ক্লিক করুন এখানে৷

এআই/এসিবি