ড্রাইভারের সঙ্গে নারী সাইক্লিস্টের তর্কের ভিডিওটি ভুয়া
২৩ ফেব্রুয়ারি ২০১৭লন্ডনের রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছিল এক তরুণী৷ হঠাৎ সিগন্যালে দাঁড়ালে তাঁর ডান দিকে থাকা একটি ভ্যান গাড়ি থেকে চালক হাত বাড়িয়ে দিলেন মেয়েটির চুল ধরতে৷ প্রতিবাদ করলো মেয়েটি৷ আর ভ্যানের চালক করলেন অশ্লীল মন্তব্য৷
ঘটনা এখানেই শেষ নয়৷ সিগন্যাল সবুজ হলে গাড়িটি ছুটে বেরিয়ে গেলেও মেয়েটি দ্রুত সাইকেল চালিয়ে কিছুদূর গিয়ে ভ্যানটিকে দাঁড়ানো অবস্থায় পেলো৷ প্রচণ্ড ক্ষোভে ভ্যান গাড়ির ডানদিকের ‘উইং মিরর’ ভেঙে ফেলেন তিনি৷ এরপর সাইকেল চালিয়ে বেরিয়ে যান৷ পুরো ঘটনা পেছনে থাকা একটি গাড়ির ড্যাশক্যামে রেকর্ড হয় যা পরবর্তীতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটে প্রকাশ করা হয়৷
এই পর্যন্ত পড়ার পরে মনে হতে পারে মেয়েটা বেশ সাহসী এক কাজ করেছেন৷ এবং অবশ্যই তা সবার শেয়ার করা উচিত৷ কিন্তু গোমর ফাঁস করেছে বাজফিড৷ সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক অনলাইন পত্রিকাটি এক প্রতক্ষদর্শী জানিয়েছেন যে তিনি আলোচিত মেয়েকে আগেই ভ্যানের চালকের সঙ্গে কথা বলতে দেখেছেন এবং এক ব্যক্তি তাদের কিভাবে কী করতে হবে তা বুঝিয়েছেন৷ শুধু তাই নয়, ভিডিওটি ফিল্ম করা হয়েছে দুইবারের চেষ্টায়৷ রেডিটেও একসংক্রান্ত তথ্য-প্রমাণ হাজির করা হয়েছে৷
বাজফিড-এর প্রতিবেদনের পর ভিডিও প্রথম যে ফেসবুক পাতা থেকে শেয়ার করা হয়েছিল তা মুছে ফেলা হয়েছে৷ বিশ্বের বড় বড় যেসব সংবাদপত্র এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল তারাও তা আপডেট করেছে৷