1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় আরব লিগ

১ এপ্রিল ২০১৯

গোলান মালভূমিকে ইসরায়েলের ভূমি হিসেবে ট্রাম্পের দেয়া স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে আরব লিগ৷ আরব দেশগুলোর জোটের বার্ষিক সম্মেলন থেকে এই বার্তা দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/3G0zV
ছবি: Getty Images/AFP/F. Belaid

দ্বৈরথ সত্ত্বেও অন্তত গোলান প্রশ্নে একজোট হতে পেরেছে ২২ আরব রাষ্ট্র৷ রোববার আরব লিগের সম্মেলনে দেশগুলোর নেতারা গোলান মালভূমিকে ইসরায়েলের সার্বভৌম অঞ্চল হিসেবে ট্রাম্পের দেয়া স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে৷ টিউনিসিয়ায় একদিনের এই সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণাপত্র প্রকাশ করেন তাঁরা৷ এতে বলা হয়েছে, ‘‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গোলান সিরিয়ার অধিকৃত অঞ্চল৷''

যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাবের খসড়া পাঠানো হবে বলে জানান জোটের মহাসচিব আবুল ঘেইত৷ পাশাপাশি এই বিষয়ে আইনি মতামত দিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহবান জানাবেন তাঁরা৷ বলেন, ‘‘আমরা আরব দেশগুলোর নেতারা টিউনিসিয়ায় একসাথ হয়ে গোলানের উপর ইসরায়েলের সার্বভৌমত্ব নিয়ে ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাখ্যান করছি ও এর নিন্দা জানাচ্ছি৷'' অন্য কোনো দেশ যাতে ওয়াশিংটনের পথ অনুসরণ না করে সেজন্যও সতর্ক করে দিয়েছেন তিনি৷ 

সিরিয়ার সাথে সৌদি আরবের বৈরিতা থাকলেও এ বিষয়ে আলাদাভাবে নিজেদের অবস্থান জানিয়েছে সৌদি আরব৷ সম্মেলনে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ অন্য নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘‘গোলান মালভূমির উপর সিরিয়ার সার্বভৌম অধিকার ক্ষতিগ্রস্ত হয় এমন যে-কোনো পদক্ষেপ তাঁর দেশ প্রত্যাখ্যান করে৷''

‘দখলতারিত্ব অপরাধ'

গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় ট্রাম্প গোলান মালভূমিকে ইসরায়েলের সার্বভৌম ভূমি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন৷ ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর সিরিয়ার কাছ থেকে এই ভূমি দখল করে ইসরায়েল৷ ১৯৮১ সাল থেকে তারা আনুষ্ঠানিকভাবে এটি নিজেদের দাবি করে আসলেও তার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি৷ ১৯৮১ সালে নিরাপত্তা পরিষদ সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের আইন ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগকে অবৈধ পদক্ষেপ হিসেবে ঘোষণা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছিল৷ সেখান থেকে সরে এসে ট্রাম্পের এই স্বীকৃতি দেশটির পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে৷

আরব লিগের মহাসচিব আবুল ঘেইত এই প্রসঙ্গে বলেছেন, ‘‘দখলদারিত্ব একটি অপরাধ, সেটিকে জায়েজ করা আরেকটি পাপ৷'' সম্মেলনে অংশ নিয়ে একই মত দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ গোলান হাইটসহ সিরিয়ার সংঘাতময় পরিস্থিতি নিয়ে যে-কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে দেশটির আঞ্চলিক অখন্ডতা নিশ্চিত করার উপর জোর দেন তিনি৷ 

সিরিয়ার অনুপস্থিতি

এই সম্মেলনে সিরিয়ার কোনো প্রতিনিধি ছিল না৷ বিরোধীদের উপর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দমন নীতির কারণে ২০১১ সালে দামেস্কের সদস্যপদ স্থগিত করে আরব লিগের সদস্যরা৷ নিকট ভবিষ্যতে জোটে তাদের ফিরে আসার তেমন একটা সম্ভাবনা নেই৷ আসাদ বিরোধীদের সহযোগিতা দেয়া নিয়ে সৌদি আরব ও কাতারের সাথে দেশটির সরকারের টানাপড়েন চলছে৷ তবে মতবিরোধ দূরে রেখে গোলান প্রশ্নে একজোট হয়েছে তারা৷ যদিও ইয়েমেন, ইরান, লিবিয়া সংকট সেই সঙ্গে আলজেরিয়া ও সুদানের অস্থিরতা ঘিরে এখনও দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে৷  

এদিকে ইরানের সাথে সুসম্পর্ক রাখা এবং সন্ত্রাসীদের সহযোগিতা দেয়ার অভিযোগে কাতারের সাথে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দ্বন্দ্বেরও কোনো উন্নতি হয়নি৷ এই সম্মেলনেও যার বহিঃপ্রকাশ ঘটেছে৷ ২০১৭ সালে দোহার উপর নিষেধাজ্ঞা আরোপের পর প্রথমবারের মতো সৌদি আরব ও কাতার একই টেবিলে বসার সুযোগ পায়৷ কিন্তু উদ্বোধনের কিছুক্ষণ পরই সম্মেলনস্থল ত্যাগ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ৷ তবে দেশটির প্রতিনিধিদের একটি দল সম্মেলনে উপস্থিত ছিল বলে জানিয়েছে কাতারের গণমাধ্যম৷

এফএস/জেডএইচ (ডিপিএ, রয়টার্স, এপি)