চীনের প্ররোচনায় অস্বস্তিতে ভারত
১৬ আগস্ট ২০১৭মঙ্গলবার ভারতের ৭০তম স্বাধীনতা বার্ষিকীর সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে দুবার, একবার ভোর ৬টায় ও আরেকবার সকাল ৯টায় লাদাখের প্যানগং হ্রদ বরাবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চীনা সেনারা ভারতীয় ভূখন্ডে অনুপ্রবেশের চেষ্টা করে৷ ভারতের অভিযোগ, দুটো জায়গা দিয়ে জনা ১৫ চীনা সৈন্য ফিঙ্গার-৪ এবং ফিঙ্গার-৫ পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তের ভেতরে ঢুকে পড়ে৷ দু'বারই ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী তা রুখে দেয়৷ সীমান্ত জওয়ানরা সেনা শৃংখল তৈরি করে মুখোমুখি দাঁড়িয়ে তাঁদের বাধা দেয়৷ সে সময় দুদেশের সেনাবাহিনীর মধ্যে হাতাহাতি হয়৷ দুপক্ষের মধ্যে শুরু হয় পাথর ছোড়াছুড়ি৷ তবে গোলাগুলি চলেনি৷ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়৷
চীন ও ভারতীয় সেনা অফিসাররা বুধবার নিজেদের মধ্যে ফ্ল্যাগ মিটিং করেছেন৷ বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনহিং এই হাতাহাতির খবর সম্পর্কে অবহিত নন বলে জানান৷ তাঁর মতে, চীনের সেনারা স্রেফ নিজেদের ভূখন্ডেই টহল দিয়ে থাকে৷ তিনি পাল্টা দাবি করেন, ডোকলাম থেকে ভারত তার ফৌজ সরিয়ে না নিলে কোনো ফলপ্রসূ আলোচনা হতে পারে না৷ তাই আলোচনার পূর্বশর্ত ভারতের সেনা প্রত্যাহার৷ তিনি হুঁশিয়ারি দেন, ভারত সেনা না সরালে তার ফল ভুগতে হবে৷ দিল্লির প্রত্যুত্তর, উভয় পক্ষেরই উচিত তাদের পূর্ব অবস্থানে ফিরে যাওয়া৷ তবে পরিস্থিতির স্থিতাবস্থা আপাতত বজায় আছে৷
উল্লেখ্য, লাদাখ অঞ্চলে এই দুপক্ষের হাতাহাতি লড়াই, অন্যদিকে সিকিম সেক্টরে ভারত-চীন সেনা ৫০ দিন ধরে মুখোমুখি দাঁড়িয়ে এক উত্তেজনাকর পরিস্থিতিতে৷ ভারত ঐ এলাকায় চীনের সড়ক তৈরির বিরুদ্ধে প্রতিবাদ জানায়৷ কারণ যে জায়গা দিয়ে চীন রাস্তা তৈরি করতে চাইছে সেটা চীনের নয়৷ বস্তুত সেটা ভুটানের৷ দিল্লির আশংকা, ঐ এলাকায় চীন রাস্তা তৈরি করতে পারলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে ভারতের অন্য অংশের সংযোগ ইচ্ছা করলেই চীন বিচ্ছিন্ন করতে পারবে৷ এই ত্রিমুখী সংযোগস্থল স্ট্র্যাটিজিক্যালি বা নিরাপত্তার দিক থেকে ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ দ্বিতীয়ত, ভুটানের সঙ্গে ভারতের যে প্রতিরক্ষা চুক্তি রয়েছে তাতে ভুটানের স্বার্থরক্ষা করতে ভারত চুক্তিবদ্ধ৷
ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত৷ কিন্তু সরকারিভাবে সীমান্ত চিহ্নিতকরণ হয়নি বলে যত বিপত্তি৷ বছরে প্রায় ৪০০ বার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এই ধরণের ঘটনা লেগেই থাকে৷ সীমান্ত লংঘন নিয়ে পারস্পরিক দোষারোপ চলতে থাকে৷ তবে এবার ডোকলাম সংকট একটা ভিন্ন মাত্রা পেয়েছে৷ চীনের হুঙ্কারে একটা যুদ্ধ যুদ্ধভাব৷ ভারতীয় সামরিক বাহিনী ভবিষ্যত পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে নিজেদের তৈরি রাখতে লাদাখের প্যানগং হ্রদের ভারতীয় দিকে স্পীড বোট তৈরি রেখেছে, রাডার ও সেন্সর বসিয়েছে৷
মঙ্গলবার স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত সক্ষম৷ তা সে জল, স্থল ও আকাশ সীমান্ত যেখানেই হোক৷ কোনো দেশের নাম উল্লেখ না করলেও প্রতিবেশী দেশগুলির প্রতিই যে এই বার্তা, সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন৷ গত দু মাসেরও বেশি যাবত ভারত, ভুটান ও চীন সীমান্তে যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে তার প্রেক্ষিতে মোদীর এই মন্তব্য তাত্পর্যপূর্ণ৷ পাশাপাশি চলেছে ভারতের কূটনৈতিক প্রচেষ্টা৷ পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভুটান ও নেপালের সঙ্গে বৈঠকে মিলিত হন কাঠমান্ডুতে৷ প্রতিকূল পরিস্থিতিতে, এবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিবছর দুদেশের সেনা অফিসারদের মধ্যে যে প্রথাগত সৌজন্যসূচক অনুষ্ঠান হয়ে থাকে, এবছর নাথুলা সীমান্তে তা বাতিল করা হয়৷ দিল্লির কূটনৈতিক মহলের ধারণা, দক্ষিণ এশিয়ায় চীনের দাদাগিরি মেনে নেবার জন্য চাপ সৃষ্টি করাই বেইজিং-এর আসল উদ্দেশ্য৷