1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেকান চার্জার্স’এর বিরুদ্ধে আজ মাঠে নামছেন সৌরভ

১০ মে ২০১১

‘ফিট’ না থাকার কারণে ৮ তারিখের ম্যাচে খেলতে পারেন নি গাঙ্গুলি৷ কিন্তু আজ হায়দ্রাবাদে হতে যাচ্ছে তাঁর ‘কামব্যাক’৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল’এর খেলায়৷ জানিয়েছেন পুনে ওয়ারিয়ার্স’এর অধিনায়ক যুবরাজ সিং৷

https://p.dw.com/p/11Cty
ছবি: AP

সামনে ডেল স্টেইন'এর ঘন্টায় ১৪৫ কিলোমিটার বেগে ধেয়ে আসা গোলার মতো বল৷ অথবা ইশান্ত শর্মার লড়াকু মেজাজ৷ মঙ্গলবার যেন এসব কিছুকেই ম্লান করে দিতে চান বাংলার বাঘ৷

আশিস নেহরার জায়গায় পুনে ওয়ারিয়ার্স'এর হয়ে আজ মাঠে নামছেন সৌরভ৷ জানা গেছে, সৌরভের সঙ্গে দু'বছরের জন্য চুক্তি করেছে পুনে ওয়ারিয়ার্স৷ তবে যুবরাজ সিং জানিয়েছেন, সৌরভ ‘ওপেন' করতে পছন্দ করলেও, তিন নম্বরে দেখা যেতে পারে ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়ককে৷

ওদিকে মোহালিতে, কিংস ইলেভেন'এর বিরুদ্ধে তাঁকে দেখতে পাওয়ার সুযোগ থাকলেও, শেষ অবধি মাঠে নামেন নি সৌরভ গাঙ্গুলি৷ শোনা গেছে, ‘ম্যাচ ফিট' ছিলেন না তিনি৷ তাই প্রাক্তন ক্রিকেটারদের কেউ কেউ ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন সৌরভ'কে নিয়ে৷

এতেদিন পর আবারো ২২ গজে প্রত্যাবর্তন – কাজটা যে সহজ নয়, জানেন সৌরভ৷ এছাড়া, আইপিএল ফোরে তাঁর খেলার সুযোগ এসেছে একেবারে শেষলগ্নে৷ কিন্তু এতে একেবারেই দমে যান নি কলকাতার ‘মহারাজ'৷ গত কয়েকদিনে রীতিমতো অনুশীলন করেছেন৷ প্র্যাকটিস করেছেন বিভিন্ন ‘ম্যাচ সিচুয়েশনেও'৷ সৌরভ'কে এটা প্রমাণ করতেই হবে যে, আইপিএল নিলামে তাঁকে দলে না নেওয়া ভুল ছিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজের৷ ঠিক যেমনটা করেছেন ক্রিস গেইল৷

গাঙ্গুলির নিজের কথায়, ‘‘নেমে তো পড়লাম৷ এবার দেখাই যাক না কী হয়''৷ আর তাছাড়া, সৌরভ মানেই চমক৷ সুতরাং, আজ হায়দ্রাবাদে ঠিক কি ধরণের চমক প্রত্যক্ষ করা যাবে – তার জন্য আমাদের আর একটুখানি অপেক্ষা যে করতেই হবে!

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক