ডিজেলের দাম বাড়ায় বিপাকে বোরো ধান চাষীরা
২৪ সেপ্টেম্বর ২০১১চাঁপাই নবাবগঞ্জ থেকে একটি চালের ট্রাক আগে ঢাকায় আসতে জ্বালানি তেল বাবদ খরচ হত ১৩ হাজার টাকার কিছু বেশি৷ এখন সেই খরচ আরো প্রায় এক হাজার টাকা বেড়েছে জ্বালানী তেলের দাম বাড়ায়৷
ঢাকার পাইকারী চালের বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম জানান ভাড়া বেশি গুনতে হচ্ছে, তাই তাদেরও চালের দাম বাড়িয়ে তা সমন্বয় করতে হচ্ছে৷
আর পরিবহণ মালিকরা বলেন ট্রাকের ভাড়া তারা যতটা না বাড়িয়েছেন তার চেয়ে বেশি হারে চালের দাম বাড়ানো হয়েছে৷ আর দায় চাপানো হচ্ছে পরিবহণের ওপর৷ যেমন বললেন পরিবহণ ব্যবসায়ি মকবুল আহমেদ৷
এদিকে ডিজেলের দাম বাড়ায় রংপুর-দিনাজপুর অঞ্চলের বোরো ধান চাষীরা বিপাকে পড়েছেন৷ কারন বোরো ধান চাষ সেচ নির্ভর৷ আর সেচ পাম্পগুলো ডিজেল চালিত৷ ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য ডিজেলে ভর্তুকি দেয়াও বন্ধ আছে৷ তাই কৃষকরা এখন বেশ চিন্তায় আছেন৷
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান মনে করেন ডিজেলে ভর্তুকি দেয়া না হলে তা কৃষকদের জন্য বিপদের কারণ হবে৷ আর সব মিলিয়ে জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতিও বাড়বে৷
তিনি জানান এনার্জি রেগুলেটরি কমিশন সঠিক উপায়ে জ্বালানি তেলের দাম বাড়ায়নি৷ তার মতে দাম বাড়ানোর আগে নিয়ম অনুযায়ী গণশুনানির আয়োজন করা উচিত ছিল৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম