ডিজিটাল ছয় সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান
ডিজিটাল সেবা নিয়ে তৈরি বৈশ্বিক ছয়টি সূচকে বাংলাদেশের অবস্থান কোথায়, সে সম্পর্কে বিস্তারিত থাকছে ছবিঘরে৷ সঙ্গে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান কোথায়, তা-ও থাকছে৷
প্রযুক্তি-সক্ষমতার সূচক
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্সে’ ১৩১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৮তম৷ এই সূচক দিয়ে একটি দেশে কেমন প্রযুক্তি বিদ্যমান, সেই প্রযুক্তি ব্যবহারে নাগরিকদের কতটা সুযোগ আছে, ডিজিটাল নীতিমালা এবং প্রযুক্তির ব্যবহার সমাজ ও অর্থনীতিতে কতটা প্রভাব রাখছে, তা বিবেচনা করা হয়৷ এতে ভারত (৬১) ও শ্রীলঙ্কার (৮১) চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে, এগিয়ে আছে পাকিস্তান (৮৯) ও নেপালের (১১২) চেয়ে৷
ইন্টারনেটের গতির সূচক
যুক্তরাষ্ট্রের ওয়েব টেস্টিং কোম্পানি ‘ওকলা’ বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি নিয়ে ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ প্রকাশ করে৷ এতে দেখা যাচ্ছে, জানুয়ারি মাসে মোবাইল ইন্টারনেটের গতিতে ১৩৮ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১১৫ নম্বরে৷ দক্ষিণ এশিয়ায় শুধু ভারতে গতি বাংলাদেশের চেয়ে বেশি৷ ফিক্সড ব্রডব্যান্ডের গতিতেও বাংলাদেশ ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য সব দেশের চেয়ে এগিয়ে৷
ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইনডেক্স
ইন্টারনেটভিত্তিক কেনার ক্ষমতা, ইন্টারনেটের গুণগত মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা, ই-সরকার - এই পাঁচটি বিষয় বিবেচনায় নিয়ে ‘ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইনডেক্স’ তৈরি করে নেদারল্যান্ডসের ভিপিএন প্রোভাইডার ‘সার্ফশার্ক’৷ ২০২২ সালের এই সূচকে ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৬ নম্বরে৷ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের উপরে আছে ভারত শুধু (৫৯)৷ আর পরে আছে শ্রীলঙ্কা (৮৯), নেপাল (৯৪) ও পাকিস্তান (৯৬)৷
ইন্টারনেট মান সূচক
ইন্টারনেটের দাম ও গতি বিবেচনা করে সার্ফশার্ক ১১৭টি দেশকে দুটি ক্যাটাগরিতে ভাগ করে ২০২২ সালে ‘ইন্টারনেট ভ্যালু ইনডেক্স’ তৈরি করে৷ প্রথম ক্যাটাগরিতে সেই সব দেশ আছে যাদের নাগরিকেরা ইন্টারনেটের জন্য যে টাকা দেন, সেটা মান অনুযায়ী ঠিক আছে৷ অন্য দেশের নাগরিকেরা যে মানের ইন্টারনেট পান, তার চেয়ে তাদের বেশি টাকা দিতে হয়৷ দক্ষিণ এশিয়ায় শুধু ভারত আছে প্রথম ক্যাটাগরিতে৷ বাংলাদেশসহ বাকিরা দ্বিতীয় ক্যাটাগরিতে৷
জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচক
একটি দেশে অনলাইনে সেবা পাওয়ার সুযোগ ও গুণগত মান, টেলিযোগাযোগ অবকাঠামো এবং মানবসম্পদ - এই তিনটি বিষয় বিবেচনায় নিয়ে জাতিসংঘ ‘ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স’ প্রকাশ করে৷ ২০২২ সালের সবশেষ সূচকে দেখা যাচ্ছে, ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১১তম৷ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারত (১০৫), শ্রীলঙ্কা (৯৫) ও মালদ্বীপের (১০৪) চেয়ে পিছিয়ে আছে আর পাকিস্তান (১৫০), নেপাল (১২৫) ও ভুটানের (১১৫) চেয়ে এগিয়ে আছে৷
জাতিসংঘের ই-পার্টিসিপেশন সূচক
একটি দেশ তার নাগরিকদের সঙ্গে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে অনলাইন টুলস কতখানি ব্যবহার করছে, তা এই সূচক দিয়ে নির্ধারণ করে জাতিসংঘ৷ ২০২২ সালের সূচকে দেখা যাচ্ছে, ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশ আছে ৭৫ নম্বরে৷ এক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভারতের (৬১) চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ৷ বাকি দেশগুলোর অবস্থান শ্রীলঙ্কা (১০৭), পাকিস্তান (১০৬), নেপাল (১৪৩), ভুটান (৮৩) ও মালদ্বীপ (১১৭)৷