1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডানপন্থি হামলা নিয়ে জার্মান সংসদে উত্তপ্ত বিতর্ক

১২ সেপ্টেম্বর ২০১৮

সম্প্রতি জার্মানির কেমনিৎস শহরে বিদেশিদের হাতে এক জার্মান নাগরিকের প্রাণ যাওয়াকে কেন্দ্র করে ডানপন্থিরা বিক্ষুব্ধ হয়ে উঠেছিল৷ বুধবার জার্মান সংসদে এই বিষয়ে বিতর্কে মেতে ওঠেন রাজনীতিবিদরা৷

https://p.dw.com/p/34khZ
Deutschland Bundestag
ছবি: Reuters/H. Hanschke

দিনের শুরুতে অভিবাসনবিরোধী দল এএফডির সহ-প্রতিষ্ঠাতা আলেক্সান্ডার গাউলান্ড কেমনিৎসেডানপন্থিদের বিক্ষোভের সমালোচনাকরায় সরকার ও চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে লক্ষ্য করে বক্তব্য রাখেন৷ ম্যার্কেলের উদ্দেশে তিনি বলেন, ‘‘ঘৃণা প্রকাশ করা কোনো অপরাধ নয়৷''

গাউলান্ড বলেন, বিক্ষোভে অংশ নেয়া বেশিরভাগ মানুষই ছিলেন ‘উদ্বিগ্ন নাগরিক'৷

উল্লেখ্য, ‘অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড' বা এএফডি বর্তমানে জার্মান সংসদের সবচেয়ে বড় বিরোধী দল৷ চ্যান্সেলর ম্যার্কেলের খোলা শরণার্থী নীতির সমালোচনা ও মুসলিমবিরোধী অবস্থান নিয়ে জার্মান সংসদে প্রবেশে সমর্থ হয় তারা৷

গাউলান্ডের বক্তব্যের উত্তরে ম্যার্কেল বলেন, অভিবাসীরা যে অপরাধ করছেন, তা নিয়ে অন্য জার্মানদের মতো তিনিও উদ্বিগ্ন৷ এবং এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন তিনি৷

তবে তাই বলে অভিবাসীদের অপরাধের প্রতিক্রিয়ায় ঘৃণা প্রকাশ, নাৎসি সমর্থন ও সংঘাত মেনে নেয়া যায় না, বলে মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর৷ কেমনিৎসে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিক্ষোভকে ‘ঘৃণ্য' কাজ বলে উল্লেখ করেন তিনি৷

জার্মানির গত নির্বাচনে চ্যান্সেলর পদে ম্যার্কেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামাজিক গণতন্ত্রী দলের নেতা মার্টিন শ্যুলজ'ও এএফডি দলের সমালোচনা করে সংসদে বক্তব্য রেখেছেন৷ তিনি দলটির বিরুদ্ধে ‘ফ্যাসিবাদের নীতি' অনুসরণ করার অভিযোগ আনেন৷ শ্যুলজ বলেন, দেশের জটিল রাজনৈতিক সমস্যাকে একটিমাত্র বিষয়ে সীমাবদ্ধ করতে চায় এএফডি৷

মুক্ত গণতন্ত্রী দল এফডিপির নেতা ক্রিস্টিয়ান লিন্ডনার-ও শ্যুলজের মতো একই সুরে এএফডি দলের সমালোচনা করেছেন৷ জার্মানির রাজনৈতিক বিতর্ক শুধুমাত্র অভিবাসন বিষয়ে নেমে এসেছে বলে হতাশা প্রকাশ করেন তিনি৷ এরপর কয়েকটি সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘এসব সমস্যা নিয়ে আমরা গভীর আলোচনা করতে পারতাম, কিন্তু আমরা আবারও শুধু অভিবাসন নিয়ে কথা বলছি৷''

বেন নাইট/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য