1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা শুরু শুক্রবার

২৩ আগস্ট ২০১২

অপেক্ষার পালা শেষ৷ আগামীকাল শুক্রবার জার্মান সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হচ্ছে বুন্ডেসলিগার ৫০তম মৌসুম৷ বর্তমান চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ড আর ভ্যার্ডার ব্রেমেন মুখোমুখি হবে প্রথম খেলায়৷

https://p.dw.com/p/15vMW
ছবি: picture-alliance / Sven Simon

এর মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো বুন্ডেসলিগার শিরোপা জয়ের অভিযান শুরু করবে ডর্টমুন্ড৷

এদিকে, বুন্ডেসলিগা ও চ্যাম্পিয়নস লিগের গতবারের রানার আপ বায়ার্ন মিউনিখ দুই বছর পর জার্মান লিগের সেরা হওয়ায় লড়াই শুরু করবে শনিবার৷

ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, ডর্টমুন্ড আর বায়ার্নের মধ্যেই এবার কেউ বুন্ডেসলিগার সেরা হবে৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহান্তে মিউনিখে এই দুটি দল লিগের খেলায় একে অপরের মুখোমুখি হবে৷

মাত্র দু সপ্তাহ আগেই বায়ার্ন ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে সুপারকাপ জয় করেছে৷ অবশ্য তার আগে ডর্টমুন্ডের বিপক্ষে বায়ার্নের শেষ জয় ছিল ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে৷

Dortmund - Bayern Supercup
ছবি: Bongarts/Getty Images

ডর্টমুন্ড টানা দুই বার লিগ জিতলেও ইউরোপীয় স্তরে তাদের সাফল্য তেমন একটা নেই৷ যেটা রয়েছে বায়ার্নের৷ জার্মান জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় খেলে থাকেন বায়ার্নে৷

ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের গত তিন মরসুমের মধ্যে দুবারই ফাইনালে উঠেছিল বায়ার্ন৷

এবার বুন্ডেসলিগা নিয়ে কিছু তথ্য৷ সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে ইউরোপের জনপ্রিয় ফুটবল লিগ বিবেচনায় হয়তো বুন্ডেসলিগার অবস্থান স্পেন, ইটালি আর ইংল্যান্ডের পরেই হবে৷ তবে আর্থিক বিবেচনায় স্প্যানিশ লা লিগা আর ইটালির ‘সিরি আ'কে পেছনেই ফেলবে বুন্ডেসলিগা৷

এছাড়া মাঠের দর্শক বিবেচনায় বুন্ডেসলিগার অবস্থান সবার উপরে৷ গত মৌসুমে ম্যাচ প্রতি গড়ে দর্শক সংখ্যা ছিল ৪৪,২৯৩ জন৷ এর মধ্যে ডর্টমুন্ডের ম্যাচ প্রতি গড় দর্শক সংখ্যা ছিল ৮০,৫২১ জন৷ সংখ্যাটা বার্সেলোনার চেয়েও বেশি৷

বুন্ডেসলিগার খেলাগুলোয় দর্শক বেশি হওয়ার একটা কারণ হতে পারে কমদামি টিকেট৷ এখানে ২০ ইউরোর নীচেও টিকেট পাওয়া যায়৷

জেডএইচ / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য