1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন কানিয়ে ওয়েস্ট!

৬ জুলাই ২০২০

বিনোদন মোঘল হিসেবে পরিচিত কানিয়ে ওয়েস্ট যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হতে চান৷ শনিবার তিনি এই আগ্রহ প্রকাশ করেছেন৷

https://p.dw.com/p/3eqgP
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কানিয়ে ওয়েস্ট (ডানে)ছবি: Getty Images/AFP/T. A. Clary

অ্যামেরিকার স্বাধীনতা দিবসে এক টুইট বার্তায় কানিয়ে ওয়েস্ট লিখেছেন, ‘‘ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে ঐক্যবদ্ধভাবে লক্ষ্য অর্জন এবং ভবিষ্যৎ তৈরির মার্কিন প্রতিজ্ঞা আমাদের এখন বুঝতে হবে৷ আমি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছি৷ #২০২০ভিশন৷''

ওয়েস্ট অবশ্য নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি৷ নভেম্বরে মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তিনি আদৌ নিজেকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করেছেন কিনা সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি৷ 

তবে টুইটারে লাখ লাখ মানুষ কানিয়ে ওয়েস্টের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন৷ অবস্থা এমন যে, মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটিতে কয়েক ঘণ্টার জন্য টপ ট্রেন্ডে পরিণত হয়েছিল ‘কানিয়ে' শব্দটি৷ সেখানে কেউ কেউ অবশ্য ওয়েস্ট সত্যিই তার ঘোষণা অনুযায়ী এগিয়ে যাবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ কারো কারো মতে তিনি আসলে ‘পাবলিসিটি স্টান্ট' হিসেবে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন৷

টেসলা সিইও ইলন মাস্ক অবশ্য নির্বাচনে অংশ নিলে কানিয়ে ওয়েস্টকে পূর্ণ সমর্থন জানাবেন বলে টুইটারে লিখেছেন৷ আর তার সেই টুইটারের জবাব দিতে ওয়েস্টের স্ত্রী রিয়েলিটি শো সেলিব্রেটি কিম কার্দেশিয়ান মার্কিন পতাকার ইমোজি ব্যবহার করেছেন৷

৪৩ বছর বয়সি কানিয়ে ওয়েস্ট অতীতেও কয়েকবার মার্কিন নির্বাচনে অংশ নেয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন৷ গত বছর এক ঘোষণায় তিনি ২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন৷

তবে এখন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা বললেও গত কয়েক বছরে দৃশ্যত ট্রাম্পের একজন সমর্থক হিসেবেই দেখা গেছে তাকে৷ ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি৷ যদিও ট্রাম্পকে অনেকে বর্ণবাদী মনে করেন, তা সত্ত্বেও ওয়েস্ট সেবছর তাকে ভালোবাসেন বলে জানিয়েছিলেন৷ কৃষ্ণাঙ্গ এই শিল্পীর এমন মন্তব্যে শুধু ডেমোক্র্যাটরাই নয়, অনেক শিল্পীও বিস্মিত হয়েছিলেন৷

উল্লেখ্য, আসন্ন মার্কিন নির্বাচনে ট্রাম্পের মূল লড়াইটা হতে যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সঙ্গে৷ বর্তমানে করোনা মহামারি এবং বর্ণবাদবিরোধী প্রতিবাদের কারণে কিছুটা চাপে রয়েছেন ট্রাম্প৷ নির্বাচনের আগে তিনি রিপাবলিকান ভোটারদের আস্থা কতটা ফিরিয়ে আনতে পারবেন সেটাই এখন দেখার বিষয়৷ কানিয়ে ওয়েস্টের ঘোষণা নিয়ে অবশ্য বাইডেন বা ট্রাম্প এখনো কোনো মন্তব্য করেননি৷

এআই/এসিবি (এএফপি)