ট্রাম্প-পুটিন বৈঠক
১৬ জুলাই ২০১৮ট্রাম্প তাঁর ইউরোপ সফরের আগে থেকেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নিয়ে নানা মন্তব্য করে চলেছেন৷ তাঁর মতে, পুটিন বন্ধু বা শত্রু কোনোটাই নয়, বরং প্রতিযোগী৷ এই শীর্ষ বৈঠককে ঘিরে তাঁর প্রত্যাশা অত্যন্ত কম৷
ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, সর্বোচ্চ পর্যায়ে অ্যামেরিকার সঙ্গে সংলাপ জটিল হতে চলেছে৷ বিশেষ করে ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প জার্মানির উপর রাশিয়ার ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ' সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা নিয়ে মস্কোয় অস্বস্তি দেখা দিয়েছে৷ তার উপর মার্কিন বিচার মন্ত্রণালয় ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের দায়ে ১২ জন রুশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে৷ কর্তৃপক্ষের মতে, তারা ডেমোক্র্যাট দলের জাতীয় কমিটি, হিলারি ক্লিন্টন ও অন্যান্য কিছু ব্যক্তি বা সংগঠনের কম্পিউটার হ্যাকিংয়ের জন্য দায়ী৷ এই প্রেক্ষাপটেট্রাম্প-পুটিন আলোচনায় ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ উঠে আসবে৷ পুটিন এর আগেও রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন৷ ট্রাম্প সেই বক্তব্য মেনেও নিয়েছেন৷
ট্রাম্প ও পুটিন এখনো পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে যথেষ্ট উষ্ণতা দেখালেও আন্তর্জাতিক মঞ্চে বেশ কয়েকটি বিষয়কে কেন্দ্র করে রুশ-মার্কিন সম্পর্কের চরম অবনতি ঘটেছে৷ ইউক্রেন ও সিরিয়াকে ঘিরে দুই দেশের সংঘাত এখনো কাটেনি৷ এর ফলে ওয়াশিংটন মস্কোর উপর বেশ কিছু নিষেধাজ্ঞা চাপিয়েছে৷ ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ দখল করার পর বিশেয করে ইউরোপে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে৷ এবার ট্রাম্প প্রশাসন সেই পদক্ষেপকে স্বীকৃতি দিতে পারে, ইউরোপে এমন আশঙ্কা দেখা দিয়েছে৷ তবে সিরিয়ার বাশার আল আসাদের প্রতি রাশিয়ার লাগাতার সমর্থন ও ইরানের সঙ্গে সে দেশের সম্পর্ক নিয়ে অ্যামেরিকার ক্ষোভ এখনো কাটেনি৷ সোমবারের আলোচনায় সেই বিষয়গুলিও উঠে আসবে৷
আন্তর্জাতিক স্তরে নিরস্ত্রিকরণের বিষয়টিও শীর্ষ বৈঠকে স্থান পেতে চলেছে৷ চলতি বছর রাশিয়া আরও উন্নত সামরিক সরঞ্জাম তৈরির ঘোষণা করেছে৷ ওয়াশিংটনও পরমাণু অস্ত্রভাণ্ডার আধুনিকীকরণের উদ্যোগ নিচ্ছে৷
এদিকে ইউরোপীয় ইউনিয়ন অ্যামেরিকা, চীন ও রাশিয়ার উদ্দেশ্যে বাণিজ্য যুদ্ধ এড়াতে সহযোগিতার ডাক দিয়েছে৷ বেইজিংয়ে ইইউ-চীন শীর্ষ বৈঠকে ইইউ কমিশনের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক বিশ্বজুড়ে বাণিজ্যের ক্ষেত্রে বেড়ে চলা উত্তেজনা সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন, এর ফলে সংঘাত ও অরাজকতা দেখা দিতে পারে৷ উল্লেখ্য, ট্রাম্প ইইউ-কেও শত্রু হিসেবে বর্ণনা করেছেন৷
এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি)