ট্রাম্পের বিরুদ্ধে নারী প্রার্থী জিতবেন কি?
১৫ জানুয়ারি ২০২০সম্প্রতি সিএনএন চারটি সূত্রের বরাত দিয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে৷ যা অস্বীকার করে স্যান্ডার্স বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের ওই বৈঠকে তিনি এ ধরনের কোনো কথা বলেননি৷
সিএনএনকে তিনি বলেন, ‘‘আমি বলেছিলাম ট্রাম্প একজন বর্ণবাদী, নারীবিদ্বেষী এবং মিথ্যুক৷ নির্বাচনী প্রচারে যে কোনো কিছুকেই তিনি নিজের পক্ষে অস্ত্র বানাবেন৷''
এদিকে স্যান্ডার্স অস্বীকার করলেও সোমবার ওয়ারেন সিএনএনের প্রতিবেদনটি সঠিক বলে নিশ্চিত করেন৷ বলেন, ২০২০ সালের নির্বাচন নিয়ে তারা প্রায় দুই ঘণ্টা আলাপ করেছিলেন৷
‘‘এক পর্যায়ে ডনাল্ড ট্রাম্পের বিপক্ষে ডেমোক্রেটিক পার্টি থেকে নারী প্রার্থীবাছাই করা হলে কি হবে তা নিয়ে কথা বলার সময় আমি বলেছিলাম, একজন নারী জিততে পারবেন; তিনি তাতে দ্বিমত প্রকাশ করেন৷''
স্যান্ডার্স ও ওয়ারেনের মধ্যে এই বিরোধ ফেব্রুয়ারির শুরুতে ডেমোক্রেটিকদের প্রথম প্রাইমারিতে নতুন উত্তেজনা যোগ করবে৷ ওয়ারেনের সোমবারের বিবৃতির পর স্যান্ডার্স শিবির থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি৷
২০১৬ সালেও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনের টিকেট পেতে লড়াইয়ে নেমেছিলেন স্যান্ডার্স৷ সেবার হিলারি ক্লিনটনেরকাছে হেরে যান তিনি৷ ম্যাসাচুসেটসের সিনেটর ওয়ারেন হার্ভার্ডের সাবেক অধ্যাপক৷ ৭০ বছরের এই নারী এবার ডেমোক্রেটিক প্রার্থীদের দৌড়ে এগিয়ে৷
এসএনএল/কেএম