ট্রাম্পের অভিষেক-পূর্ব সমাবেশ
অভিষেকের প্রাক্কালে রোববার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় একটি প্রচারণামূলক সমাবেশের আয়োজন করেন৷ সেখানে সমর্থকদের সঙ্গে তিনি তার বিজয় উদযাপন করেন৷
ভিন্ন এক উদযাপন
ডনাল্ড ট্রাম্পের অভিষেক-পূর্ব সমাবেশটি যেন নির্বাচন পূর্ববর্তী প্রচারণামূলক সমাবেশগুলোরই পুনরাবৃত্তি ছিল৷ এই সমাবেশে উপস্থিতরা ট্রাম্পের প্রচারণা সমর্থকদের মতো ‘মেক অ্যামেরিকা গ্রেট এগেইন’ টুপি, ট্রাম্প শার্ট ও আমেরিকান পতাকার পোশাকে সজ্জিত হয়ে আসেন৷
বক্তারাও
অভিষেক-পূর্ব সমাবেশের বক্তারাও পূর্বের প্রচারণার সমাবেশের মতোই ছিলেন৷ যেমন ইউএফইসির সিইও ডানা হোয়াইট, ট্রাম্পের সহকারী স্টিফেন মিলার এবং তার দুই ছেলে৷ সমাবেশে ট্রাম্প পূর্বের প্রচারণার স্লোগান পুনরাবৃত্তি করেন এবং ভিডিও প্রদর্শন করেন৷
ভিলেজ পিপল-এর গান
ট্রাম্পের অভিষেক-পূর্ব সমাবেশে জনপ্রিয় ব্যান্ড ‘ভিলেজ পিপল’ তাদের গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলে৷ ভিলেজ পিপল তাদের অনন্য স্টাইল এবং জনপ্রিয় গানের জন্য পরিচিত৷ এটি সমকামী ব্যান্ড না হলেও তাদের পোশাক এবং ‘ওয়াইএমসিএ’ ও ‘ইন দ্য নেভি’-এর মতো গানের জন্য তারা এলজিবিটিকিউ সংস্কৃতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কিত৷
ট্রাম্প বলেন
শপথ নিয়ে কী করবেন তার একটি ইঙ্গিত দেন ট্রাম্প৷ তিনি বলেন, ‘‘অ্যামেরিকার মানুষ আমাদের ওপর আস্থা রেখেছেন৷ এর প্রতিদানে আমরা তাদের সেরা প্রথম দিন, সেরা প্রথম সপ্তাহ এবং অসামান্য প্রথম ১০০টি দিন উপহার দেব৷’’
প্রথম দিনেই ডাবল সেঞ্চুরি
প্রথম দিনেই ২০০টি নির্বাহী আদেশে সই করতে পারেন ডনাল্ড ট্রাম্প৷ বিভিন্ন সূত্রের বরাতে এমন খবর দিচ্ছে গণমাধ্যমগুলো৷ এই আদেশগুলোর মধ্যে থাকবে সীমান্ত নিরাপত্তা, গণ-প্রত্যাবাসন, বৈচিত্র্য উদ্যোগ বাতিল, ৬ জানুয়ারি ক্যাপিটল হামলার আসামীদের ক্ষমা, তেল-গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের প্রতিস্থাপন৷