ট্রাম্পের অভিষেক: কারা ছিলেন উপস্থিত?
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডনাল্ড ট্রাম্প৷ তার এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিশ্বের অনেক রথী-মহারথী৷ উগ্র ডানপন্থিরা সেখানে গুরুত্ব পেয়েছেন বলে সমালোচনা আছে৷
ট্রাম্পের পরিবারের সদস্যরা
ডনাল্ড ট্রাম্পের স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ও টিফানি, ছেলে ব্যারন, ডনাল্ড জুনিয়র ও এরিক ট্রাম্পসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন৷ ছিলেন ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও পরামর্শক স্টিফেন মিলার৷
ভাইস প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও শপথ নেন৷ তাকে ট্রাম্পের পপুলিস্ট প্রচারণা ‘মেক অ্যামেরিকা গ্রেট অ্যাগেইন’-এর ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হয়৷ এছাড়া মন্ত্রিসভার আরো কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন৷
বাইডেন ও বিদায়ী মন্ত্রিসভা
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ছিলেন অনুষ্ঠানে৷
সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সাবেক মার্কিন প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্টরাও উপস্থিত ছিলেন৷ সাবেক প্রেসিডেন্টদের মধ্যে ছিলেন বিল ক্লিনটন, জর্জ ডাব্লিউ বুশ ও বারাক ওবামা৷
আলোচিত মাস্ক
ডনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা সম্ভবত হয়েছে টেসলা ও স্পেস এক্সের সিইও ইলন মাস্ককে নিয়ে৷ অনুষ্ঠানে তার হাতের একটি বিশেষ ভঙ্গিকে কেউ কেউ ‘হিটলার স্যালুটের’ সঙ্গেও তুলনা করছেন৷ মাস্ক অবশ্য তা অস্বীকার করেছেন৷ ট্রাম্পের মন্ত্রিসভায় বিশেষ দায়িত্ব পালন করবেন এই টেক ব্যবসায়ী৷
টেক জায়ান্ট প্রতিনিধিরা
শুধু মাস্ক নন, ফেসবুকের মার্ক জাকারবার্গ, গুগলের সুন্দর পিচাই, অ্যামাজনের জেফ বেজসরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে৷
বিদেশি নেতারা
বিদেশি সরকার প্রধানদের মধ্যে ইটালির কট্টর ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জা মেলোনি ও আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ এছাড়া চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং, ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন উপস্থিত ছিলেন৷
সেলিব্রেটি
সেলিব্রেটিদের মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ বা ইউএফসির প্রেসিডেন্ট ডানা হোয়াইট বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন৷