1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেস্ট ক্রিকেটে সফল হওয়াটা কোনো দেশেরই সহজ হয়নি

২২ নভেম্বর ২০১৯

টেস্ট ক্রিকেটে কেন আশানুরূপ ফল পাচ্ছে না বাংলাদেশ? দুর্বলতা কোথায়? ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম মনে করেন, টেস্টে সফল হওয়াটা কোনো দেশের জন্যই সহজ হয়নি৷

https://p.dw.com/p/3TXnl
Indien Kalkutta Cricket Test Indien vs. Bangladesch
ছবি: AFP/D. Sarkar

ডয়চে ভেলে : টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন কতটুকু?

মাহবুব আনাম : এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে যা অর্জন, তা বাংলাদেশের মাটিতেই৷ পাশাপাশি ওয়েস্টইন্ডিজে আমরা কিছুটা ভালো করেছি৷ এছাড়া অন্য জায়গায় আমাদের অবস্থান সঠিক নয়৷ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়াতে আমাদের অনেক বেশি টেস্ট খেলতে হবে৷ আমরা সেদিকেই নজর দিচ্ছি৷

বোর্ড পরিচালক হিসেবে আপনি কি এতে সন্তুষ্ট?

আপনি যদি শুধু ইন্ডিয়া সিরিজটা ভেবে বলে থাকেন তাহলে টি-টোয়েন্টিতে আমরা ভালো করেছি৷ আশার একটা জায়গাও তৈরি হয়েছিল৷ তবে প্রথম টেস্টে আমরা আশা অনুযায়ী খেলতে পারিনি৷ সেখানে ঘাটতি রয়েছে৷ আপনারা জানেন, আমাদের প্রতিষ্ঠিত দুই জন প্লেয়ার দলে নেই৷ একজন তামিম ইকবাল এবং অন্যজন সাকিব আল হাসান৷ সাকিব তো সাসপেন্ড আছে৷ যদিও এটা আমাদের ইয়াং প্লেয়ারদের জন্য অপরচুনিটি৷ তারা নিশ্চয় সেটা কাজে লাগাবে৷ তারপরও বলবো হতাশ হওয়ার কিছু নেই৷ পরবর্তী ম্যাচে আমরা ভালো করার ইচ্ছা রাখি৷ প্রথম ম্যাচটা যদি দেখেন, যে ডাবল সেঞ্চুরি করেছে তার ৩০ রানে আমরা একটা ক্যাচ ফেলে দিয়েছি৷ সেখানে আমাদের ঘাটতি আছে৷

২০০০ সালে টেস্ট শুরু করার পর থেকে ১৯ বছরেও আমরা কেন বেশি এগোতে পারিনি?

টেস্ট ক্রিকেটে সফল হওয়াটা কিন্তু কোনো দেশেরই সহজ হয়নি৷ আপনি যদি দেখেন টেস্ট শুরুর করার পর ৪৫ বছর পর নিউজিল্যান্ড প্রথম জয় পেয়েছে, ভারত ২৬ বছর পর প্রথম জয় পেয়েছে৷ সেক্ষেত্রে কিন্তু আমরা এই সময়ে অষ্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো পরাশক্তিকে হারিয়েছি৷ সেই জায়গাতে আমি একেবারেই হতাশ বলব না৷ তবে আমাদের প্রতিষ্ঠিত হতে হলে কিছু জায়গাতে অবশ্যই উন্নতি করতে হবে৷ এখন আন্তর্জাতিক পর্যায়ে যদি টেস্ট জিততে হয় তাহলে শুধু স্পিন দিয়ে হবে না৷ ভালো পেস বোলার তৈরি করতে হবে৷

মাহবুব আনাম

আমরা তো ওয়ানডেতে ভালো করছি, তাহলে টেস্টে দুর্বলতা কোথায়?

ওয়ানডে ৫০ ওভারের খেলা, এটা আমরা ভালোভাবেই রপ্ত করেছি৷ কিন্তু টেস্ট ক্রিকেটে বড় বিষয় ধৈর্য্য ধরে খেলাটা৷ টেস্ট আর ওয়ানডে দু'টি খেলার অ্যাপ্রোচে অনেক পার্থক্য রয়েছে৷ এই ঘাটতি মেটাতে আমরা আন্তর্জাতিক মানের উইকেট তৈরি করে খেলার চেষ্টা করছি৷

টেস্টে তো ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই আমরা ব্যর্থ হচ্ছি৷ এর কারণ কী?

দেখুন, এতদিন আমাদের একই টিম ওয়ানডে, টি-টোয়েন্টি আর টেস্ট খেলেছে৷ কিন্তু আপনি যদি বাইরের দেশ দেখেন, তাহলে দেখবেন, তারা টেস্টের জন্য আলাদা প্লেয়ার তৈরি করছে৷ আগে যেহেতু আমরা বেশি টেস্ট খেলতাম না, তাই আলাদা করে টিম করতে পারিনি৷ এখন কিন্তু আমরা অনূর্ধ-১৯ পর্যায়েও ওয়ানডে এবং টেস্ট আলাদাভাবে দেখছি৷

লম্বা সময় ধরে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার তো দলে আছে৷ তাদের পারফরম্যান্সে কেন ধারাবাহিকতা নেই?

আপনি তো মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহর কথা বলছেন৷ এদের অ্যাভারেজ কিন্তু বড় প্লেয়ারদের চেয়ে কোনো অংশে কম নয়৷ এর বাইরে যদি টেস্ট স্পেশালিস্ট বলি, তাহলে বর্তমান ক্যাপ্টেন মুমিনুল হকের অ্যাভারেজও কিন্তু ভালো৷ কিন্তু সাদমানসহ এরকম আরো কিছু প্লেয়ার আমাদের তৈরি করতে হবে যারা শুধু টেস্ট ক্রিকেটই খেলবে৷ মানসিকভাবে তারা সেভাবেই প্রস্তুত হবে৷

এটা কি ক্রিকেটারদের মানিষকতার সমস্যা, নাকি অভিজ্ঞতার সমস্যা?

কিছুটা মানসিকতা, কিছুটা অভিজ্ঞতা৷ আন্ডার নাইনটিনে যারা চারদিনের ম্যাচ খেলছেন তাদের কিন্তু আমরা ওয়ানডে খেলাচ্ছি না৷ তাদের প্রস্তুতিটাই টেস্টের মতো করে নেওয়া হচ্ছে৷ আপনি যদি ভারতের কথা বলেন, দেখবেন ওদের জুনিয়রদের কিন্তু শট ভার্শনে খেলায় না৷ একটু সিনিয়র হলে তখন শট ভার্সনে খেলার সুযোগ দেয়৷ সেখানে এখনো যারা টেস্ট খেলছে, তারা কিন্তু ওয়ানডে খেলে না৷ ফাস্ট বোলারদেরও কিন্তু একটা পার্থক্য রয়েছে৷ শুধু ভারত না, অষ্ট্রেলিয়া বা ইংল্যান্ডেও একই ঘটনা৷ আমাদের এখানেও এই পরিবর্তনটা না আনতে পারলে ফাইট করাটা কঠিন হবে৷

আমাদের বোর্ড টেস্টকে কতটুকু গুরুত্ব দিচ্ছে? আর টেস্ট নিয়ে কি আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে?

টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন আমাদের অনেক টেস্ট খেলা থাকবে৷ এ কারণে আমরা জুনিয়রদের লংগার ভার্শনে খেলাচ্ছি, সেভাবেই তাদের তৈরি করছি৷

দিবা-রাত্রির টেস্ট, তার ওপর আবার গোলাপি বলে৷ এই টেস্টে দলের কাছে আপনার প্রত্যাশা কী?

গোলাপি বলে খেলা দুই দলের জন্যই নতুন অভিজ্ঞতা৷ যেহেতু সবকিছুই নতুন, তাই আমাদের দেখতে হবে৷ আমি চাইব তারা যেন ম্যাচিউরডলি খেলে৷ সেটাই তাদের কাছে আমার প্রত্যাশা৷ 

প্রিয় পাঠক, আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷ 

 

ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি সমীর কুমার দে৷
সমীর কুমার দে ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান