টেস্টে রেকর্ড রানের ব্যবধানে জয় ভারতের
৬ ডিসেম্বর ২০২১সোমবার চতুর্থ দিনে ভারতের মাত্র ৭৫ বল লাগলো নিউজিল্যান্ডের শেষ পাঁচ উইকেট ফেলতে। এর ফলে শুধু সব চেয়ে বড় ব্যবধানে জয়ই এলো না, দুই টেস্টের সিরিজও জিতে নিল ভারত। এর আগে কানপুর টেস্টে কোনোক্রমে হার বাঁচিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু মুম্বইতে তা সম্ভব হয়নি।
ভারত প্রথম ইনিংসে করে ৩২৫ রান। ১৫০ রান করেন মায়াঙ্ক আগরওয়াল। ভারতের সবকটি উইকেট নেন এজাজ প্যাটেল। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৬২ রানে। মহম্মদ সিরাজ তিনটি ও অশ্বিন চারটি উইকেট নেন। ভারত দ্বিতীয় ইনিংসে সাত উইকেটে ২৭৬ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। প্যাটেল চার উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১৬৭ রানে অলআউট হয়ে যায়। অশ্বিন ও জয়ন্ত যাদব পাঁচটি করে উইকেট নেন।
প্যাটেলের এক ইনিংসে ১০ উইকেট
মুম্বই টেস্ট দীর্ঘদিন ধরে আলোচনায় থাকবে নানা রেকর্ড বা রেকর্ড ছোঁয়ার কারণে।
জিম লেকার, অনিল কুম্বলের পর এজাজ প্যাটেল এক ইনিংসে দশ উইকেট নিলেন। আট বছর বয়স পর্যন্ত তিনি মুম্বইতে ছিলেন। তারপর পরিবার চলে যায় অকল্যান্ডে। সেই মুম্বইতেই দশ উইকেট নিলেন তিনি। বিশ্বের তৃতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব ছুঁলেন।
তার প্রতিক্রিয়া, ''নিঃসন্দেহে বিশেষ মুহূর্ত। আমার পুরো পরিবারের কাছে গর্বের মুহূর্ত। এখনো আমার বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে স্বপ্নের জগতে আছি।”
দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেয়ার পর তিনি ভারতের বিরুদ্ধে সব চেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড করেছেন।
অশ্বিনের কৃতিত্ব
অশ্বিনও দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়েছেন। ফলে এক বছরে তিনি ৫১ উইকেট নিলেন। এই নিয়ে চারবার এক বছরে ৫০ উইকেট নিলেন অশ্বিন। তিনি ভারতীয়দের মধ্যে প্রথম বোলার যিনি এই কৃতত্বের অধিকারী হলেন। এর আগে কুম্বলে এক বছরে তিনবার ৫০ উইকেট নিয়েছেন।
মায়াঙ্ক আগরওয়ালও পিছিয়ে নেই
মায়াঙ্ক আগরওয়াল প্রথম ইনিংসে করেছেন ১৫০ এবং দ্বিতীয় ইনিংসে ৬২ রান করেছেন। মায়াঙ্কও রেকর্ড ছুঁয়েছেন। প্রথম ইনিংসে দেড়শ রান ও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করার রেকর্ড।
কোচ হিসাবে রাহুল দ্রাবিড় দায়িত্ব নিয়েই সফল হলেন। তার ও অধিনায়ক বিরাট কোহলির জুটিতে ভারত রেকর্ড ব্যবধানে জয় পেল।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)