টেলিফোনে আড়িপাতা নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী
১৪ ডিসেম্বর ২০১০ফোনে আড়ি পাতা নিয়ে এই প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ বললেন, ফোনে আড়ি পাতার রেকর্ড করা টেপ ফাঁস হওয়ায় কর্পোরেট মহলের অসন্তোষ তিনি উপলব্ধি করতে পারছেন৷ কীভাবে তা ফাঁস হলো সে সম্পর্কে তিনি ক্যাবিনেট সচিবকে এক মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন৷ নতুন দিল্লিতে এক বণিক সম্মেলনে মনমোহন সিং বলেন, ফোনে আড়ি পাতার ক্ষমতা সরকারি সংস্থাকে দেয়া হয়েছে দেশের নিরাপত্তার স্বার্থে৷ কিন্তু তার অপব্যবহার যাতে না হয়, তারজন্য আরো সতর্ক হওয়া দরকার৷
কংগ্রেস জোট সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রধান দপ্তরগুলি কীভাবে বন্টন করা হবে এবং টু-জি স্পেকট্রাম বন্টনে কাকে বিশেষ সুবিধা দেয়া হবে নীরা রাডিয়ার জনসংযোগ সংস্থা বিভিন্ন কোম্পানির হয়ে সরকারের ওপর প্রভাব বিস্তার করেছিল কিনা তা জানতে সরকার নীরা রাডিয়ার ফোনে আড়ি পাতে দীর্ঘদিন ধরে৷ শিল্পপতি, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সাংবাদিকদের সঙ্গে রাডিয়ার টেলিফোনের কথোপকথন রেকর্ড করা হয় প্রায় পাঁচ হাজার টেপে৷এবং সেইসব টেপ ফাঁস করা হয় মিডিয়াতে ও ইন্টারনেটে৷ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বিশিষ্ট শিল্পপতি রতন টাটা সুপ্রিম কোর্টে মামলা করেন৷ বলেন, ব্যক্তিগত গোপনীয়তা তাঁর সাংবিধানিক অধিকার৷ দেশের নিরাপত্তার স্বার্থে ফোনে আড়ি পাতা নিয়ে তাঁর কিছু বলার নেই৷ বিশিষ্ট ব্যাঙ্কার দীপক পারেখ মনে করেন, ফোনে ব্যক্তিগত কথোপকথন ফাঁস করায় বাণিজ্যিক মহল যথেষ্ট বিব্রত ও আহত৷ আরেক শিল্পপতি বলেন, আয়কর ফাঁকি বা অবৈধ অর্থ পাচার ধরাই যদি এর উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তা ধরার অন্য উপায় ছিল৷
সুপ্রিম কোর্টের নির্দেশে গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার রেকর্ড করা টেপ জমা দেন শীর্ষ আদালতে৷ হলফনামা পেশ করে সরকার বলেন, নীরা রাডিয়ার বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ থাকায় তাঁর ফোনে আড়ি পাতা হয়েছিল৷ এই সব কথোপকথন থেকে রাজনৈতিক মহলের সঙ্গে বাণিজ্যিক মহলের গাঁটছড়ার একটা ছবি উঠে আসে৷
বিজেপি শীর্ষ নেতা এল.কে আডবানির মন্তব্য, প্রধানমন্ত্রী আড়ি পাতা টেপ কী করে ফাঁস হলো তা নিয়ে যতটা উদ্বিগ্ন, বিভিন্ন দুর্নীতি নিয়ে মোটেই উদ্বিগ্ন নন৷ বিজেপি আজ দুর্নীতির ইস্যু নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে পথে নামে৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক