1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিসিবির কার্ড বদলে রাজনীতির অভিযোগ

১১ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে এক কোটি মানুষের হাতে থাকা ন্যায্য মূল্যে পণ্য পাওয়ার টিসিবি কার্ড বদলানোর প্রক্রিয়া চলছে৷ অনেক পুরনো কাগজের কার্ড বাতিল করে নতুন স্মার্ট কার্ড দেয়া হচ্ছে৷

https://p.dw.com/p/4p3ln
টিসিবির জন্য লাইনে অপেক্ষমান ক্রেতারা
এক কোটি মানুষের হাতে ন্যায্য মূল্যে পণ্য পাওয়ার টিসিবি কার্ড৷ ফাইল ফটোছবি: Abdul Halim

তবে এক্ষেত্রে নতুন করে যাচাইবাছাইয়ে ‘আগের মতো রাজনৈতিক বিবেচনার' অভিযোগ উঠেছে৷

ন্যায্য মূল্যে পণ্য পাওয়ার ৪৩ লাখ পুরনো টিসিবি কাগজের কার্ড ইতোমধ্যে বাতিল করা হয়েছে। তবে এখনো ৫৭ লাখ কার্ড  বহাল আছে। যাদের পুরনো কার্ড বাতিল করা হয়েছে তাদেরকে যাচাই-বাছাইয়ের পর নতুন কার্ডও দেয়া হচ্ছে৷ এদিকে, টিসিবির কার্ড ছাড়াও ট্রাক থেকে কম দামে পণ্য কেনার সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে৷ পণ্যের দাম কমে যাওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ 

যে কারণে টিসিবি কার্ড ছাড়া বিক্রি বন্ধ

গত ২৪ অক্টোবর থেকে ঢাকা মহানগরের ৫০টি ও চট্টগ্রাম মহানগরের ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করে টিসিবি। প্রতিটি ট্রাকে ৩৫০ জনের পণ্য থাকত। ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, পাঁচ কেজি চাল ও দুই কেজি মসুর ডাল কিনতে পারতেন। এতে একজন গ্রাহকের অন্তত ৩৫০ টাকা বা তার বেশি অর্থ সাশ্রয় হতো। যাদের টিসিবির কার্ড নেই তারা ট্রাক থেকে কম দামে পণ্য কিনতে পারতেন। গত ৩১ ডিসেম্বরের পর থেকে এ কার্যক্রম বন্ধ রয়েছে।

সরকার বলছে, শুধু মাত্র যাদের টিসিবির স্মার্ট কার্ড আছে তারাই ন্যায্য মূল্যে টিসিবির পণ্য পাবেন। সরকার এরইমধ্যে মোট ৬৩ লাখ স্মার্ট কার্ড তৈরি করেছে। এদিকে যারা এখনো কার্ডে পণ্য পাচ্ছেন তাদের চাল দেয়া হচ্ছে না। সরকার বলছে চালের দাম কম তাই চাল দেয়া হচ্ছে না। আর ট্রাকে বিক্রি বন্ধের কারণ হিসেবেও নিত্যপণ্যের দাম কমে গেছে বলে জানিয়েছে সরকার৷

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ‘‘নভেম্বর পর্যন্ত আমাদের ট্রাক সেল চলার কথা ছিলো সেটা আমরা ডিসেম্বর পর্যন্ত চালিয়েছি। এখন সরকার বন্ধ করে দিয়েছে। নতুন করে আবার কবে চালু হবে, বলতে পারব না৷ ঢাকা ও চট্টগ্রাম এই দুই সিটিতে আমরা এটা চালু করেছিলাম দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে৷”

সামনের সপ্তাহ থেকে চাল দিতে পারব: হুমায়ুন কবির

টিসিবি মোট চারটি পণ্য দেয়। চাল , ডাল, তেল এবং চিনি। কিন্তু এখন চাল দেয়া বন্ধ আছে। হুমায়ুন কবির জানান," খাদ্য মন্ত্রণালয় থেকে চাল সরবরাহ না করায় কয়েক সপ্তাহ চাল দেয়া যায়নি। তবে  আমরা সামনের সপ্তাহ থেকে চাল দিতে পারব। আমাদের চিঠি দিয়ে চাল সরবরাহের কথা জানানো হয়েছে।”

‘আগের কার্ডে অনেক সমস্যা'

৪৩ লাখ পুরনো কার্ড বাতিল প্রসঙ্গে তিনি বলেন, "আমরা পুরনো কাগজের কার্ড বাতিল করে দিয়েছি। এখন স্মার্ট কার্ডের মাধ্যমে দিচ্ছি। যাদের স্মার্ট কার্ড হয়েছে তারা পাচ্ছেন। পর্যায়ক্রমে যাচাই বাছাই করে আরো কার্ড হবে।”

রাজনৈতিক কারণে কার্ড বাতিল করা হচ্ছে কী না জানতে চাইলে তিনি বলেন, "আসলে আগের কার্ডে অনেক সমস্যা ছিলো। এক পরিবারে দুই কার্ড পাওয়ার অনেক ঘটনা আছে। তাদের একটি কার্ড বাতিল হয়েছে। আবার হাতে লেখা বা প্রিন্ট কার্ড একজনেরটাই আরেকজন নিয়ে নিতো। এখন স্মার্ট কার্ডে ছবি থাকছে। ফলে আর ভুয়া বা একাধিক কার্ড এক পরিবার নিতে পারবে না।”

কিন্তু এরইমধ্যে রাজনৈকিভাবে কার্ড বাতিলের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। রাজশাহী সিটি কর্পোরেশনের তিন নাম্বার ওয়ার্ডে কার্ড বাতিলের যারা শিকার তারা ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, "তিন নম্বর ওয়ার্ডে দুই মাস ধরে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে না। ওয়ার্ডের প্রায় আড়াই হাজার টিসিবি কার্ডধারী সুবিধাভোগী ন্যায্যমূল্যে এখন আর চাল পাচ্ছেন না।”

নারীদের আয়োজিত ওই সংবাদ সম্মেল অভিযোগ, ‘‘ওয়ার্ডের স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা তাদের কার্ড বাতিল বলে ঘোষণা দিয়েছেন। তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে কাউন্সিলরের কার্যালয় নিয়ন্ত্রণ নিয়েছেন এবং টিসিবির পণ্য বিক্রি করতে দিচ্ছেন না।”

যেভাবে ৪৩ লাখ কার্ড বাতিল হয়েছে তা ঠিক হয়নি: এস এম নাজের হোসাইন

আর এই অভিযোগের জবাবে স্থানীয় বিএনপি নেতা ও সোহাগ লালন বলেন, ‘‘আগের কাউন্সিলর কামাল হোসেন আওয়ামী লীগ করত। সে এখন পলাতক। জনগণকে সেবা দেয়ার জন্য আমরা কাউন্সিলর অফিসে বসছি।  কামাল হোসেন গরিব মানুষকে কার্ড না দিয়ে নিদের দলীয় লোকজন  এবং আত্মীয় স্বজনকে কার্ড দিয়েছিলো। ৫০ ভাগ কার্ডই এভাবে দেয়া হয়েছিল। সেগুলো আমরা বাতিল করিয়েছি।”

এদিকে ঢাকার একজন টিসিবির ডিলার মনির হসেন বলেন, ‘‘নতুন করে স্মার্ট কার্ড হচ্ছে। যারা পেয়েছেন তাদের আমরা ভোগ্য পণ্য দিচ্ছি। বাকিরা পাচ্ছেন না। তারাও প্রায় প্রতিদিনই আসছেন । কিন্তু আমাদের কিছু করার নেই।”

যাচাই-বাছাইয়ের আগেই টিসিবি কার্ড ‘বাতিল ঠিক হয়নি'

কনজ্যুমারস অ্যাসোসিয়েশর অব বাংলাদেশের(ক্যাব) সিনিয়র সহ-সভপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘‘আগের সরকারের আমালে কার্ড নিয়ে অনিয়ম হয়েছে। আমরাও সেগুলো যাচাই বাছাই করার কথা বলেছিলাম। কিন্তু যেভাবে ৪৩ লাখ কার্ড বাতিল হয়েছে তা ঠিক হয়নি। আগে যাচাই-বাছাই শেষ করলে যারা কার্ড  পাওয়ার যোগ্য না তাদের কার্ড এমনিতেই বাতিল হয়ে যেত। এখন যে প্রক্রিয়ায় করা হচ্ছে তাতে সঠিক যাচাই বাছাই হয়েছে কী না আমার সন্দেহ আছে। আর নতুন স্মার্ট কার্ড যদি আবারো রাজনৈতিক বিবেচনায় করা হয়, তা হবে দুঃখজনক।”

তার কথা, ‘‘আর ট্রাক সেল বন্ধ করা ঠিক হয়নি। কারণ গরিব মানুষ যাদের কার্ড নেই তারা ন্যায্য মূল্যে চারটি পণ্য পেত। এখন আর তারা পাবে না। সরকার যে যুক্তি দিচ্ছে তা ঠিক নয়। সবজি ছাড়া আর সব কিছুর দামতো প্রতিদিনই বাড়ছে। চালের দাম বাড়ছে। তার ওপর শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও কর আরোপ করায় আরো দাম বাড়বে। নিম্নবিত্ত মানুষ আরো চাপে পড়বে।”

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, "টিসিবির ট্রাক দেখলেই মানুষ ছুটে যায়। সেখানে এখন নিম্নবিত্ত ছাড়াও  নিম্নমধ্যবিত্ত একটু কম দামে কেনার জন্য লাইন দেয়।  ফলে মানুষের অবস্থা যে খারাপ তা সহজেই বোঝা যায়।”

উচ্চ মুল্যস্ফীতির এই সময়ে নিম্নবিত্ত মানুষ আরো বিপাকে পড়বেন: ড. মো. আইনুল ইসলাম

তার কথা, "ট্রাক সেল বন্ধ করে দিলো। টিসিবির ৪৩ লাখ কার্ড বাতিল করে দিলো।  ফলে উচ্চ মুল্যস্ফীতির এই সময়ে নিম্নবিত্ত মানুষ আরো বিপাকে পড়বেন। আর নতুন ভ্যাট ও করের প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। মানুষ ক্ষুব্ধ হচ্ছে। এই বিষয়টিও সরকারের বিবেচনায় নেয়া উচিত।”

স্মার্ট কার্ডে জোর দিলেন বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘‘পুরোনো কাগুজে কার্ড এখন থেকে বাতিল। একমাত্র নতুন স্মার্ট কার্ডেই এখন থেকে টিসিবির বিপণন কার্যক্রম পরিচালিত হবে। আমরা মোট ৬৩ লাখ স্মার্টকার্ড প্রস্তুত করেছি।”

প্রসঙ্গত, একজন কার্ডধারী ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারেন। তবে এখন চাল দেয়া বন্ধ আছে।

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান