1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিপাই মুখ জলবিদ্যুৎ প্রকল্পের প্রাথমিক কাজ শুরু

২২ আগস্ট ২০০৯

ওজর আপত্তির মধ্যেই শুরু হয়ে গেছে মনিপুরে টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রাথমিক কাজ৷ বাংলাদেশের আপত্তির কথা মাথায় রেখে সরকারিভাবে বলা হয়েছে, টিপাইমুখে কোন সেচ বাঁধ নির্মিত হবেনা৷ বাংলাদেশের স্বার্থ অক্ষুন্ন থাকবে৷

https://p.dw.com/p/JGUM
ছবি: Bdnews24.com

বিভিন্ন মহলের ওজর আপত্তির মধ্যেই মনিপুর, মিজোরাম ও আসাম সীমান্ত সংলগ্ন তুইভাও-বরাক নদীর সঙ্গমস্থলে টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে উত্তর-পূর্বাঞ্চল ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন সংক্ষেপে নীপকো৷ একমাত্র পরিবেশ ছাড়পত্র ছাড়া বাকি সব বিধিবদ্ধ অনুমোদন এসে গেছে৷ আর্থিক অনুমোদনও পাওয়া গেছে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির৷ সই হয়েছে মনিপুর সরকারের সঙ্গে সমঝোতাপত্র৷ আসাম ও মিজোরাম সরকার দিয়েছে নো অবজেকশন সার্টিফিকেট৷ নীপকো প্রথমে নির্মাণ করবে দুটি ইউনিট৷ সেজন্য ইলেক্ট্রো-মেকানিক্যাল সাজসরঞ্জাম সরবরাহের আন্তর্জাতিক দরপত্র খোলা হয়েছে৷ পুরো প্রকল্পের কাজ শেষ হতে সময় লাগবে বছর সাতেক৷ মোট ৬টি ইউনিটে উত্পন্ন হবে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ৷

বাংলাদেশের আপত্তির কথা মাথায় রেখে ভারতের কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে৷ টিপাইমুখে কোন সেচ বাঁধ নির্মিত হবেনা৷ জলাধারের জল অন্যদিকে প্রবাহিত করা হবেনা৷ বরাক নদীর ভাটির দিকে জল প্রবাহ অব্যাহত থাকবে৷ বাংলাদেশের কুশিয়ারা ও সুরমা নদীর জলস্তরে তারতম্য হবেনা৷ শুধু তাই নয়, টিপাইমুখ জলাধার বন্যা নিয়ন্ত্রণেও সহায়ক হবে৷ বাংলাদেশের তরফে নির্মাণস্থলের যৌথ পরিদর্শনের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু ভারতীয় আধিকারিকদের বক্তব্য, এবিষয়ে সিদ্ধান্ত নেবে উর্ধতন কর্তৃপক্ষ৷ প্রকল্পের ডিজাইন ও অন্যান্য নথিপত্র পেতে হলেও উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে৷

আপত্তি শুধু বাংলাদেশেরই নয়৷ আপত্তি উঠেছে বরাক নদীর উজান ও ভাটি এলাকা থেকেও৷ মনিপুর, মিজোরাম ও আসামের সুশীল সমাজ মনে করেন, বরাক নদীর তীরে যারা বসবাস করছেন তাদের জীবনে নেমে আসবে পরিবেশ, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অন্ধকার৷ কোনভাবেই তার ক্ষতিপূরণ হতে পারেনা৷ যদিও সরকার মনে করেন, উত্তর-পূর্ব ভারতের বিদ্যুৎ চাহিদা মেটাতে টিপাইমুখ প্রকল্প জরুরি৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান