1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিকার জন্য রেমিটেন্স যোদ্ধাদের পদে পদে ভোগান্তি

৩ জুলাই ২০২১

ছুটি কাটাতে বাংলাদেশে আসা প্রবাসী কর্মীরা কর্মস্থলে ফিরতে গিয়ে পদে পদে ভোগান্তির শিকার হচ্ছেন৷ বিদেশে যাওয়ার টিকিট পাওয়ার জন্য রাত জেগে বসে থাকতে হয়, টিকার দাবিতে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে মিছিল করতে হয়৷

https://p.dw.com/p/3vyih
ফাইল ছবিছবি: Mortuza Rashed/DW

গত বছরের শেষ দিকে ছুটিতে কুয়েত থেকে দেশে আসেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কামাল হোসেন৷ তার ছুটির মেয়াদ শেষ হয়ে আকামাও বাতিল হয়েছে৷ এক বছরের জন্য নতুন আকামা নিয়েছেন সেটিও শেষ হওয়ার পথে৷ এখন ফাইজারের টিকা নিতে না পারলে যেতে পারবেন না তিনি দেশটিতে৷ এই টিকার জন্যই হন্যে হয়ে ঘুরছেন তিনি৷ লকডাউনের বাধা ঠেলে বাঞ্ছারামপুর থেকে ব্রাহ্মনবাড়িয়া এসেছেন৷ কিন্তু নানা জটিলতায় টিকার জন্য নিবন্ধনই তিনি করতে পারেননি৷

কামাল হোসেন

যারা মধ্যপ্রাচ্য থেকে ছুটিতে দেশে এসেছেন তাদের অনেকেরই ফেরার সময় পার হয়ে যাচ্ছে৷ টিকা নিতে না পারার কারণে যেতে পারছেন না কর্মস্থলে৷ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কুয়েত প্রবাসীরা৷ দেশটি যে চারটি টিকার ব্যাপারে সম্মতি দিয়েছে তার মধ্যে বাংলাদেশে শুধু ফাইজারের টিকা রয়েছে৷ ফলে এখন টিকাটি পেতে উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন তারা৷

কুয়েত সরকার জানিয়েছে, যাদের ফাইজারের টিকা নেওয়া থাকবে তাদের দেশটিতে গিয়ে কোয়ারান্টিনে থাকতে হবে না, সরাসরি কাজে যোগ দিতে পারবে৷ এরপর থেকেই ফাইজারের টিকা পেতে দৌঁড়ঝাপ শুরু করেন বাংলাদেশে থাকা কুয়েত প্রবাসীরা৷

বৃহস্পতিবার থেকে ফাইজারের টিকা পেতে আগ্রহী প্রবাসীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে৷ এখানেও ভোগান্তি৷ এক্ষেত্রে আগে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে রেজিস্ট্রেশন নিতে হবে৷ এরপর সুরক্ষা অ্যাপে নিবন্ধনের কথা বলা হয়েছে৷ কিন্তু বিএমইটি থেকে নিবন্ধন পেতেই হিমশিম খাচ্ছেন শ্রমিকরা৷

ব্র্যাকের অভিবাসন বিভাগের প্রধান শরিফুল হাসান ডয়চে ভেলেকে বলেন, ‘‘যাদের পাঠানো অর্থে আমাদের রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে তাদের প্রতি আমাদের নূন্যতম মমত্ববোধ নেই৷ কোন কিছুতেই তাদের অগ্রাধিকার নেই৷ বাংলাদেশের সব নাগরিক শুধু সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেই টিকা নিতে পারছেন৷ অথচ শ্রমিকদের ক্ষেত্রে দুইবার রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে৷ কেন এটা হবে? সুরক্ষা অ্যাপে ব্যবস্থা করলেই তো হয়?’’

হাসান বলেন, ‘‘টিকা না নিলে বিদেশে যাওয়া যাবে না৷ এটা অনেক আগেই বোঝা যাচ্ছিল৷ কিন্তু এর জন্য কারও প্রস্তুতি ছিল না৷ ‘‘এপ্রিলে জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফাইজারসহ নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের টিকা না নেওয়া থাকলে টাকা খরচ করে কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ এক পর্যায়ে তাদের টিকার অগ্রাধিকার তালিকাভুক্ত করা হলো৷ কিন্তু জেলা হাসপাতালগুলো থেকে প্রবাসীদের ফিরিয়ে দেওয়া হলো৷ তারা কষ্ট করে দূর-দূরান্ত থেকে ঢাকায় এলেন৷ এরপর বলা হলো, ১ জুলাই থেকে সাত হাসপাতালে টিকা দেওয়া হবে৷ এরপর বলা হলো, রেজিস্ট্রেশন করে আসতে হবে৷ এভাবে কেন বারবার তাদের দুর্ভোগে ফেলা হচ্ছে?’’ প্রশ্ন তার৷

তবে শ্রমিকদের দুর্ভোগের কথা মানতে রাজি নন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহিদুল আলম৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমরা তো শ্রমিকদের অগ্রাধিকার দিচ্ছি৷ এ কারণেই তো তাদের টিকা দিতে উদ্যোগ নিয়েছে সরকার৷ এখন বিএমইটি থেকে তারা রেজিস্ট্রেশন না করলে কিভাবে বোঝা যাবে তারা শ্রমিক৷ তাদের সুবিধার জন্যই এই ব্যবস্থা৷ ভাগ না থাকলে রেজিস্ট্রেশন উন্মুক্ত করলে তারা তো টিকাই পাবে না৷ আমরা তো ফাইজারের টিকা বিদেশগামী শ্রমিকদের জন্যই বরাদ্দ রেখেছি৷’’

জানা গেছে,বিদেশগামীদের টিকার নিবন্ধন শুরু হয় শুক্রবার সকালে৷ তবে অ্যাপে নিবন্ধন করতে না পেরে তারা ভিড় করেন ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে৷ সার্ভার জটিলতায় শেষ পর্যন্ত নিবন্ধন ছাড়াই ফিরে যেতে হয়েছে অনেককে৷ গতকাল শুক্রবার যারা রেজিস্ট্রেশন করতে পারেননি তারা বিক্ষোভ করেছেন ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সামনে৷ লকডাউনে সব ধরনের যান চলাচল বন্ধ, তারপরও ঢাকার বিভিন্ন উপজেলা থেকে কর্মীরা এসেছিলেন নিবন্ধন করতে৷ সার্ভার জটিলতায় নিবন্ধন করতে না পেরে বিক্ষোভ করে তারা ফিরে গেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আশ্বাস নিয়ে৷

শরিফুল হাসান

এদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ সাংবাদিকদের বলেছেন, ‘‘সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই৷ বিদেশগামীদের অগ্রাধিকারের ভিত্তিতে তাদের গন্তব্যে দেশগুলোর চাহিদা অনুযায়ী টিকা দেওয়ার সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের জন্য ফাইজারের টিকা বরাদ্দ করেছেন৷ কারিগরি ত্রুটি এখন আর থাকবে না৷ বিএমইটিতে নিবন্ধিত হওয়ার পর সুরক্ষায় নিবন্ধিত হলে কর্মীরা টিকা পাবেন৷’’

প্রবাসী শ্রমিকদের দ্রুত টিকা দিতে না পারলে মধ্যপ্রচ্যে বাংলাদেশের শ্রমবাজার টিকিয়ে রাখা কঠিন হবে বলে মনে করেন অভিবাসন খাত বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, "এ অঞ্চলের মধ্যে আমাদের দেশেই প্রথম সরকার শ্রমিকদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে৷ এটা ভালো দিক৷ কিন্তু শ্রমিকদের হয়রানির মধ্যে না ফেলে দ্রুত তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ তা না হলে মধ্যপ্রচ্যে শ্রমবাজারের খালি জায়গাগুলোতো আমাদের জন্য বসে থাকবে না৷’’

এদিকে, টিকা নেওয়া না থাকলে সৌদি আরবে সাত দিন হোটেলে কোয়ারান্টিনে থাকতে ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হচ্ছে৷ এর মধ্যে কর্মীপ্রতি ২৫ হাজার টাকা ভর্তুকি বাবদ দিচ্ছে সরকার৷ অন্যান্য দেশে যাওয়া কর্মীদেরও ৪০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে কোয়ারন্টিনে৷ ফাইজার, জনসন অ্যান্ড জনসন, মডার্না ও অক্সফোর্ডের টিকা নেওয়া থাকলে কোয়ারান্টিনের বাধ্যবাধকতা নেই৷

গত মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোয়ারান্টিনের খরচ বাঁচাতে ১ জুলাই থেকে ঢাকার সাতটি হাসপাতালে সৌদি ও কুয়েতগামীদের ফাইজারের টিকা দেওয়া হবে৷ এরপর অনেকেই ঢাকায় ছোটেন লকডাউনের মধ্যেই৷

ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি সমীর কুমার দে৷
সমীর কুমার দে ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য