ঝড়-বৃষ্টি-কালবৈশাখী
বাংলাদেশে চলছে ঝড় বৃষ্টির মৌসুম৷এবার প্রথমদিন থেকেই বৈশাখ তার স্বরূপে আবির্ভূত৷ বৈশাখি তাণ্ডবে উপড়েছে গাছ, উড়ে গেছে টিনের চালা, হয়েছে ভোগান্তি৷
বৃষ্টি মাথায় নদী পার
শনিবার বিকালে বৃষ্টির মধ্যে নৌকায় বুড়িগঙ্গা পারাপার৷ ঢাকার ওয়াইজঘাট থেকে তোলা ছবি৷
সংগ্রাম
নদীর মাঝ বরাবর আসতেই নামে তুমুল বৃষ্টি৷ জল থেকে বাঁচতে ছাতা মাথায় সংগ্রাম৷
গাছ
রোববার বিকালে কালবৈশাখি ঝড়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে উপড়ে পড়া গাছ৷
ভোগান্তি
তীব্র কালবৈশাখির পর সব মানুষ বাড়ি ফেরা শুরু করলে ঢাকা মহানগরীতে দেখা দেয় ভয়াবহ যানজট৷
ক্ষতিগ্রস্ত গাড়ি
কালবৈশাখি ঝড়ে রাস্তায় পড়া বিলবোর্ডের আঘাতে ভেঙে যায় গাড়ির কাচ৷
ভেঙে যাওয়া চালা
কালবৈশাখির তাণ্ডবে ফরিদপুরে বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ কোনও কোনও বাড়ির টিনের চালা উড়ে যায়৷ ঝড়ের শেষে মানুষকে তাদের বাড়ি ও ভেঙে পড়া গাছের পরিচর্যা করতে দেখা যায়৷
স্কুলের আঙিনা
কালবৈশাখি ঝড়ে ফরিদপুরে স্কুলের আঙিনায় ভেঙে পড়া একটা গাছ৷
7 ছবি
1 | 77 ছবি