জয়ের আশা জাগিয়ে হেরে গেল বাংলাদেশ
১৯ নভেম্বর ২০২১শেষ দিকে ছোট্ট কিন্তু কার্যকর দুটি ইনিংসে ব্যবধান গড়ে দিলেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ৷ তাদের ব্যাটে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান৷
শেষ তিন ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৩২ রান৷ তখনও সম্ভাবনা ভালোভাবেই বেঁচে ছিল বাংলাদেশের৷ কিন্তু শেষ দিকে প্রত্যাশা মেটাতে পারেননি মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম৷ দুই বাঁহাতি পেসারই দেন ১৫ রান করে৷ শেষ ওভারটি করতে এসে দ্বিতীয় বলে আমিনুল ইসলাম হজম করেন ছক্কা৷
স্রেফ ১৫ বলে ৩৬ রানের জুটিতে ব্যবধান গড়ে দেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ৷ ছক্কায় ম্যাচ শেষ করা শাদাব করেন ১০ বলে ২১, নওয়াজ করেন ৮ বলে ১৮৷ দুই জনেরই ইনিংসে দুই ছক্কার পাশে একটি চার৷
এর আগে ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানের ২৪ রানে চার উইকেট তুলে পাকিস্তানকে চাপে ফেলেন মুস্তাফিজ, তাসকিন, মেহেদীরা৷ তবে ফখর-খুশদিলের অর্ধশত পেরুনো জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে নেয় পাকিস্তান৷ ফখরকে তাসকিন ও খুশদিলকে শরিফুল থামালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না৷
এদিকে দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ৷ প্রথম তিন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন মাত্র ১৫ রানে৷ সুবিধা করতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহও৷ ১১ বলে ছয় রানে তিনি বোল্ড হয়েছেন নওয়াজের বলে৷ তবে ৩৪ বলে আফিফের ৩৬, নুরুল হাসানের ২২ বলে ২৮ ও মেহেদী হাসানের শেষদিকে ২০ বলে ৩০ রানের লড়াকু ইনিংসে সাত উইকেটে ১২৭ রান তোলে বাংলাদেশ৷ পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন পেসার হাসান আলী৷ ম্যান অব দ্য ম্যাচও তিনি৷
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২৭/ (নাঈম ১, সাইফ ১, শান্ত ৭, আফিফ ৩৬, মাহমুদউল্লাহ ৬, সোহান ২৮, মেহেদি ৩০*, আমিনুল ২, তাসকিন ৮*; নওয়াজ ৪-০-২৭-১, হাসান ৪-০-২২-৩, ওয়াসিম জুনিয়র ৪-০-২৪-২, রউফ ৪-০-৩৩-০, শাদাব ৪-১-২০-১)
পাকিস্তান: ১৯.২ ওভারে ১৩২/৬ (রিজওয়ান ১১, বাবর ৭, ফখর ৩৪, হায়দার ০, মালিক ০, খুশদিল ৩৪, শাদাব ২১*, নওয়াজ ১৮*; মেহেদি ৪-০-১৭-১, তাসকিন ৪-০-৩১-২, মুস্তাফিজ ৪-০-২৬-১, শরিফুল ৪-০-৩১-১, মাহমুদউল্লাহ ৩-০-১৯-০, আমিনুল ০.২-০-৬-০ )
এনএস/এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ইএসপিএন ক্রিকইনফো)